নেপালের নির্বাচন কমিশন ১৬ জানুয়ারী জানিয়েছে, নেপালের সংবিধান প্রণয়ন সম্মেলন নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তালিকাভুক্তির সর্বশেষ সময় ১৫ জানুয়ারী পর্যন্ত নেপালী কংগ্রেস, নেপালী কংগ্রেস ডেমোক্রেটিক, মার্ক্সবাদী-লেনিনবাদী কমিউনিস্ট পার্টি ও মাওবাদী কমিউনিস্ট পার্টিসহ মোট ৭৪টি রাজনৈতিক পার্টি নির্বাচনে অংশ নেয়ার জন্য নিজেদের তালিকাভুক্ত করেছে।
তথ্য মাধ্যম জানিয়েছে যে, মাওবাদী কমিউনিস্ট পার্টি নির্বাচনের তারিখ আরো ১৫ দিন পিছিয়ে দেয়ার অনুরোধ জানিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন বলেছে, এখন পর্যন্ত তারা সরকারের এ সম্পর্কিত অনুমোদন পায় নি। নির্বাচন পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|