মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিত্সা রাইস এবং সৌদী আরবের পররাষ্ট্র মন্ত্রী আল-ফায়সাল ১৫ জানুয়ারী ইরানকে সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রস্তাব মেনে চলার তাগিদ দিয়েছে। এছাড়াও এ অঞ্চলের উত্তেজজনাপূর্ণ পরিস্থিতি নিরসনের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তদন্ত কাজে ইরানকে সক্রিয়ভাবে সাহায্য করতে হবে।
রাইস আল-ফায়সালের সঙ্গে এক সংবাদিক সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, ইরানের শান্তিপূর্ণ পথে পরমাণু শক্তি ব্যবহারের অধিকার রয়েছে। একই সঙ্গে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করতে পারবে । তবে এর পূর্ব শর্ত হচ্ছে জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাব অনুযায়ী ইরানকে পরমাণু অস্ত্রের গবেষণা বন্ধ করা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা জোরদার করা।
ফায়সাল বলেন, ইরান সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রস্তাবের বাস্তবায়ন কার্যকর করতে পারবে বলে তিনি আশাবাদী।
জানা গেছে, এদিন মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারাক কায়রো সফররত তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুলের সঙ্গে সাক্ষাত্ করেছেন। দু'পক্ষ একমত হয়েছে যে, শান্তিপূর্ণ উপায়ের ইরানের পরমাণু সমস্যার সমাধান করতে হবে। মুবারাক বলেন, হয়তো ও ইরানের পরমাণু পরিকল্পনা কোন বিপদ সৃষ্টি করতে পারে। তবে ,এ ব্যাপারে বলপ্রয়োগের দরকার নেই। গুল বলেন, কূটনৈতিক উপায়েই ইরানের পরমাণু সমস্যা সমাধান করতে হবে।--ওয়াং হাইমান
|