১৫ জানুয়ারী জর্জিয়ার পররাষ্ট্রমন্ত্রী গেলা বেজুয়াশভিলি রাজধানী তিবলিসে জোর দিয়ে বলেন, জর্জিয়ার ন্যাটোয় যোগ দেয়া রাশিয়ার সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে জটিলতার সৃষ্টি করবে না এবং এতে রাশিয়ার সার্বিক স্বার্থেরও কোনো ক্ষতি হবে না ।
তিনি বলেন, জর্জিয়া ও রাশিয়ার এ বিষয়ে আলোচনা করা উচিত । জর্জিয়া ন্যাটোতে যোগ দিলে রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না ।
এ প্রসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরোভ মস্কোয় বলেন, জর্জিয়ার ন্যাটোয় যোগ দেয়ার বিষয়টি জর্জিয়ার জনগণের ব্যাপার । এ অবস্থায় রাশিয়া নিজের নিরাপত্তা বজায় রাখার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে । তিনি আরও বলেন, জর্জিয়া রাশিয়াকে আইনগত প্রতিশ্রুতি দিয়েছে যে, জর্জিয়ার ভুভাগে কোনো তৃতীয় দেশের সামরিক ঘাঁটি স্থাপিত হবে না । এটা সত্যি কিনা তার জন্য রাশিয়া সজাগ দৃষ্টিতে অপেক্ষা করবে ।
(ছাও ইয়ান হুয়া)
|