২০০৮ সাল চীন সরকার ৪৯.৯ বিলিয়ন ইউয়ান রেনমিনপি অবসর ভাতা সংক্রান্ত বিশেষ ভর্তুকি হিসেবে বরাদ্দ করেছে। যাতে শিল্প প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মীরা সময় মতো অবসর ভাতা পেতে পারেন। ১৬ জানুয়ারী চীনের অর্থ মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে।
অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, চীন ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত একটানা তিন বছর ধরে শিল্প প্রতিষ্ঠানগুলোর অবসরপ্রাপ্ত কর্মীদের অবসর ভাতা বিপুল মাত্রায় বাড়িয়েছে। আয়ের ব্যবধান কমানোর জন্য ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত চীন অবসরপ্রাপ্ত ব্যক্তিদের মৌলিক অবসর ভাতা অব্যাহত বাড়াতে থাকবে।
অর্থ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে চীনের সামাজিক নিশ্চয়তা বিধানের মান ক্রমাগত বাড়ছে। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত চীন পর পর পাঁচ বার শিল্প প্রতিষ্ঠানগুলোর অবসরপ্রাপ্ত কর্মীদের মৌলিক অবসর ভাতা বাড়িয়েছে। ২০০৩ সালের তুলনায় ২০০৭ সালে চীনের মাথা পিছু অবসর ভাতার পরিমাণ ৬৭ শতাংশ বেশি। (ইয়ু কুয়াং ইউয়ে)
|