চীনের ক্ষমতাসীন পার্টি --- চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাও ১৫ জানুয়ারী পেইচিংয়ে জোরালো ভাষায় বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টি দুর্নীতি প্রতিরোধ ও শাস্তির ব্যবস্থা জোরদার করার বিষয়টিকে চীনের দুর্নীতি দমন ও সত্ সরকার গঠনের প্রধান কাজ হিসেবে গ্রহণ করবে।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিটির অধিবেশনে হু চিন থাও উল্লেখ করেছেন, দুর্নীতি দমন ও সত্ সরকার গঠন জোরদার করতে চাইলে অবশ্যই মৌলিক ও সার্বিক ব্যবস্থাপনা চালিয়ে শাস্তি প্রদান ও প্রতিরোধ করার পাশাপাশি ক্ষমতার ত্বত্তাবধান জোরদার করতে হবে, উত্স থেকে দুর্নীতিকে সমূলে উতপাটনের লক্ষ্যে এর আওতা আরো বাড়াতে হবে এবং দুর্নীতি দমন ও সত্ সরকার গঠন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে।
তিনি বলেন, দুর্নীতি দমন ও সত্ সরকার গঠনের বাস্তব অনুশীলনে চীনের প্রকৃত অবস্থার ভিত্তিতে বিদেশের কল্যাণমূলক পদ্ধতি অনুসরণ করে নিজের কার্য সম্পাদনের চিন্তাধারার উন্নয়ন করতে হবে এবং আরো বিজ্ঞানসম্মত ও কার্যকরভাবে দুর্নীতি দমন করতে হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|