২০০৭ সালে চীন ও আসিয়ানের বাণিজ্যিক মূল্য ২০২.৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা ২০০৬ সালের চেয়ে ২৬ শতাংশ বেশি এবং পরিকল্পনার ৩ বছর আগেই ২০০ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করেছে ।
চীন-আসিয়ান বাণিজ্যিক পরিষদের চীনা সচিবালয়ের স্থায়ী উপ-মহাসচিব স্যু নিং নিং ১৬ জানুয়ারী পেইচিংয়ে অনুষ্ঠিত চীন-আসিয়ান বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ এক শীর্ষ ফোরামে বলেন, দু'পক্ষের নির্ধারিত বাণিজ্যিক মূল্য পরিকল্পনার আগেই বাস্তবায়িত হয়েছে । এ থেকে বোঝা যায়, চীন ও আসিয়ান দেশগুলোর মধ্যে আর্থ-বাণিজ্যিক সহযোগিতার প্রাণশক্তি প্রবল এবং দু'পক্ষের শিল্প প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার আকাংক্ষা প্রবল । চীন-আসিয়ান অবাধ বাণিজ্য এলাকার নির্মাণ দু'পক্ষের পুঁজি বিনিয়োগ সহযোগিতা এবং আসিয়ান দেশগুলোর সীমান্তবর্তি চীনের বিভিন্ন প্রদেশের বাণিজ্যিক বিনিময় ত্বরান্বিত করেছে ।
১৯৯১ সালে চীন ও আসিয়ানের বাণিজ্যিক মূল্য ছিল মাত্র ৬.৩ বিলিয়ন মার্কিন ডলার । পরবার্তি সময়ে দু'পক্ষের বাণিজ্যিক সম্পর্কের দ্রুত উন্নয়ন হয়েছে এবং ২০০৪ সালে বাণিজ্যিক মূল্য প্রথমবারের মত ১০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে ।
(ছাও ইয়ান হুয়া)
|