১৬ জানুয়ারী তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চেয়ারম্যান সিয়াংবা পিংসুও বলেন, গত ৫ বছর ছিল তিব্বতের অর্থনীতি এবং কৃষক ও পশুপালকদের জীবনযাত্রার মান উন্নয়নের দ্রুতগতিসম্পন্ন বছর ।
এদিন লাসায় অনুষ্ঠিত তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের নবম গণ কংগ্রেসের প্রথম অধিবেশনে তিনি এ কথা বলেন ।
সরকারী রিপোর্ট পেশের সময় তিনি বলেন, অনুমান অনুযায়ী ২০০৭ সালে তিব্বতের জি.ডি.পি ৩৪.২ বিলিয়ন ইউয়ান ছিল, গড়পড়তা জি.ডি.পি ছিল ১২ হাজার ইউয়ান ,যা ২০০২ সালের চেয়ে দ্বিগুণ । একটানা ৭ বছর ধরে অর্থনীতির ১২ শতাংশ বৃদ্ধির হার বজায় রেখে তিব্বত উন্নয়নের সোনালী সময়পর্বে প্রবেশ করেছে ।
তিনি আরও বলেন, আগামী ৫ বছরে তিব্বতের মূল লক্ষ্যমাত্রা হবে বার্ষিক জি.ডি.পি'র বৃদ্ধি হার ১২ শতাংশেরও বেশি , কৃষক ও পশুপালকদের আয়ের বার্ষিক বৃদ্ধির হার ১৩ শতাংশ । এর ফলে জল বায়ু'র গুণগতমান এবং সামাজিক অবস্থান আরও সুষম ও স্থিতিশীল হবে ।
(ছাও ইয়ান হুয়া)
|