১৬ জানুয়ারি অনুষ্ঠিত তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের নবম জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশন থেকে জানা গেছে, বর্তমানে তিব্বতে বিদ্যুত ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৮.৫ লাখ, যা ঐ অঞ্চলের মোট জনসংখ্যার ৬৬ শতাংশ।
জানা গেছে, ৫ বছর ধরে, চীন সরকার তিব্বতের বিদ্যুত নির্মাণ খাতে ৩.৫ বিলিয়ন ইউয়ান রেনমিনপি বরাদ্দ করেছে। বর্তমানে তিব্বতে মোট বিদ্যুত্ উত্পাদন ক্ষমতা ৬ লাখ ৮ হাজার কিলোওয়াট ঘন্টা। যা এর আগের গত ৫ বছর অর্থাত্ ১৯৯৭ থেকে ২০০২ সালের তুলনায় ৬০ শতাংশ বেশি।
তাছাড়া, চীন তিব্বতে তৃতীয় দফার গ্রামীণ বিদ্যুত নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্প সকল অঞ্চলের ৭৩টি জেলার বিদ্যুত নেটওয়ার্ক নির্মাণের সঙ্গে সম্পর্কিত। ঐ প্রকল্প ২০০৮ সালে শেষ হবে বলে অনুমান করা হচ্ছে।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চেয়ারম্যান সিয়াং বা পিং ছুও বলেছেন, এ সব প্রকল্পের বাস্তবায়ন তিব্বতের বিদ্যুত সরবরাহের মান, বিশেষ করে গ্রামীণ পর্যায়ে বিদ্যুত উত্পাদনের ক্ষমতাকে উন্নত করেছে এবং তিব্বতের কৃষি ও পশু পালন এলাকার শিক্ষা, কৃষি ও পশু পালন এবং স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে উন্নয়নের জন্য সুষ্ঠু ক্ষেত্র তৈরি করেছে। (খোং চিয়া চিয়া)
|