১৬ জানুয়ারী চীনের বৃহত্তম বার্তা সংস্থা - সিনহুয়া প্রকাশিত একটি প্রবন্ধে বলা হয়েছে , এক চীনের নীতিতে অবিচল থাকা হচ্ছে তাইওয়ান প্রণালীর দুই তীরের সম্পর্কের শান্তিপূর্ণ বিকাশের রাজনৈতক ভিত্তি ।
প্রবন্ধে বলা হয় , প্রাচীনকাল থেকেই তাইওয়ান চীনের ভূভাগের একটি অবিচ্ছেদ্য অংশ । তাইওয়ান প্রণালীর দুই তীর এখনো একত্রিত না হলেও মূলভূখন্ড ও তাইওয়ান এক চীনের যে অন্তর্ভূক্ত রয়েছে , তা কোনোদিন পরিবর্তিত হয় নি ।
প্রবন্ধে আরো বলা হয় , এক চীনের নীতিতে অবিচল থাকা চীনা জাতির মৌলিক স্বার্থের সংগে জড়িত । ইতিহাস থেকে প্রমাণিত হয়েছে , এক চীনের নীতিতে অটল থাকা যেমন দুই তীরের সফর বিনিময় ও আদান-প্রদানের পক্ষে কল্যাণকর , তেমনি শান্তিপূর্ণ বিকাশের পথে দুই তীরের সম্পর্ক চলার এক গুরুত্বপূর্ণ পূর্বশর্তও বটে । আজ শান্তি , উন্নয়ন ও সহযোগিতা যুগের স্রেতে পরিণত হয়েছে এবং দুই তীরের বিনিময় ও পারস্পরিক নির্ভরশীলতা ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হচ্ছে । এমন অবস্থার প্রেক্ষাপটে দুই তীরের সম্পর্ক বৈরিতা বা বিভেদের দিকে এগুলে , তা অস্বাভাবিক বলে গণ হবে । আবার আলোচনা শুরু করা এবং যত তাড়াতাড়ি সম্ভব শান্তিপূর্ণ চুক্তি স্বাক্ষর করলেই কেবল দুই তীরের জনগণের মৌলিক স্বার্থের সংগে সংগতিপূর্ণ হবে ।
|