ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ১৫ জানুয়ারী রাতে চীনে তাঁর আনুষ্ঠানিক সফর শেষ করে বিশেষ বিমান যোগে দেশে ফিরে গেছেন।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের আমন্ত্রণে মনমোহন সিং ১৩ জানুয়ারী পেইচিং পৌঁছে তার চীন সফর শুরু করেন। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট হু চিন থাও এবং জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কুও-এর সঙ্গে পৃথক পৃথকভাবে সাক্ষাত্ করেছেন। ওয়েন চিয়া পাও ও মনমোহন সিংয়ের মধ্যে বৈঠক হয়েছে। দু'পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যায় ব্যাপক মতৈক্যে পৌঁছেছে।
সফরকালে দু'পক্ষ "২১ শতাব্দীতে চীন গণ প্রজাতন্ত্র ও ভারত প্রজাতন্ত্রের অভিন্ন প্রত্যাশা" একটি স্মারক স্বাক্ষর করেছে। দলিলে উল্লেখ করা হয়েছে, দু'পক্ষ উপলব্ধি করেছে যে, চীন ও ভারত দু'দেশের আর্থ-সামাজিক সুষম টেকসই উন্নয়ন এবং এশিয়া ও বিশ্বের শান্তি এবং উন্নয়ন ত্বরান্বিত করার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দায়িত্ব পালন করছে। দু'পক্ষ শান্তি ও সমৃদ্ধি মুখী কৌশলগত সহযোগিতামূলক অংশীদারী সম্পর্ক উন্নয়নের মাধ্যমে স্থায়ী শান্তি ও অভিন্ন ও সমৃদ্ধ সুষম বিশ্ব গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|