v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-15 20:55:57    
শি চু থু চিয়া জাতির লোক সংগীত

cri
    বিশ্ব বিখ্যাত চীনের ইয়াংশি নদীর তিন গিরিখাত অঞ্চলে সংখ্যালঘু জাতি স্বায়ত্তশাসিত জেলা-ছুংছিংয়ের শি চু থু চিয়া জাতি স্বায়ত্তশাসিত জেলা রয়েছে । এ জেলা বৈচিত্র্যময় বন সম্পদে সমৃদ্ধ । মনোরম পরিবেশের কারণে এ জেলা একটি বিখ্যাত দর্শনীয় স্থানে পরিণত হয়েছে । আজ এ অনুষ্ঠানে থু চিয়া জাতির জীবনধারা ও তাদের ঐতিহ্যবাহী লু আড় নামে লোক সংগীত সম্পর্কে আপনাদের জানাচ্ছি আমি…

    লু আড় শি চু অঞ্চলের থু চিয়া জাতির এক ধরনের খুব জনপ্রিয় লোক সংগীত । প্রাচীন চীনের থাং রাজবংশ আমলে দক্ষিণ পশ্চিম চীনের ছুং ছিং অঞ্চলে এই লোক সংগীত খুব প্রচলিত ছিল । এ লোক সংগীতের বয়স এক হাজার বছরেরও বেশি । ২০০৬ সালের জুন মাসে চীনে প্রকাশিত অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষা সংক্রান্ত প্রথম দফা তালিকায় শি চু থু চিয়া জাতির লু আড় লোক সংগীত অন্তর্ভুক্ত রয়েছে ।

    এতক্ষণ আপনারা যে গানটি শুনলেন , তা শি চু থু চিয়া জাতি স্বায়ত্তশাসিত জেলার ফুং মু থানার ৬৩ বছর বয়স্ক একজন বৃদ্ধ লিউ ইয়ুন পিং গেয়েছেন । সূর্যের উজ্জ্বলতা ও উষ্ণতার প্রশংসা নামে থু চিয়া জাতির এ লোক সংগীত চীনের বিভিন্ন অঞ্চলে খুব প্রচলিত ।

    শি চু জেলার বেতার ও টেলিভিশন ব্যুরোর কর্মকর্তা চিয়াং সু হুই বহু বছর ধরে লু এর লোক সংগীত সংগ্রহের কাজ করে আসছেন । তিনি এ বিখ্যাত লোক সংগীতের খুব প্রশংসা করেন ।

    সূর্যের উজ্জ্বলতা ও উষ্ণতার প্রশংসা নামে এ লোক সংগীত থু চিয়া জাতির বৈশিষ্ট্যে ভরপুর । শি চু জেলায় এ গানের জন্ম । জেলার অধিবাসী জনাব লান হো এ সংগীত সংগ্রহ করেছেন । তিনি এখনও বেঁচে আছেন ।

    আশি বছরেরও বেশি বয়স্ক লান হো গত শতাব্দির পঞ্চাশ ও ষাটের দশকে স্কুলে সংগীত শিক্ষক ছিলেন । তিনি অবসর সময় এ লোক সংগীত পুনরুদ্ধার করেছেন । তিনি বলেন ,

    শি চু জেলায় অবস্থানের সময় তিনি লু এর লোক সংগীতের বিষয়ে ব্যাপক কৌতূহলী । তিনি এ সংগীত লিখে নেন । ফলে রেকর্ড কোম্পানির উদ্যোগে এ সংগীতের প্রচুর কপি তৈরী করা হয় । বেতারের অনুষ্ঠানেও এ সংগীত সম্প্রচার করা হত ।

    চীনের বিভিন্ন অঞ্চলে এ সংগীত দিন দিন জনপ্রিয় হয়ে উঠার পাশাপাশি শি চু থু চিয়া জাতির অন্যান্য লোক সংগীতও সাধারণ মানুষের ভাল লেগেছে ।

    এতক্ষণ আপনারা যা শুনলেন , তা থু চিয়া জাতির আরেকটি লোক সংগীত । থু জাতির ৬৬ বছর বয়স্ক বৃদ্ধ সুয়ে শি চিং এ গান গেয়েছেন । সংগীতের মিষ্টি সুরে প্রাচীনকালের বিস্ময়কর পরিবেশ ও মানুষের মায়া-মমতা জীবন্ত হয়ে উঠে । এ অনন্য বৈশিষ্ট্যসম্পন্ন লোক সংগীত প্রসঙ্গে মা উ থানার থু চিয়া জাতির প্রবীণ শিল্পী হুয়াং তাই সু বলেন ,

    লু এর লোক সংগীত থু চিয়া জাতির পূর্ব পুরুষদের রেখে-যাওয়া সাংস্কৃতিক উত্তরাধিকার । এতে মানুষের পরিশ্রম , জীবনধারা ও সুখ-দুঃখ ফুটে উঠেছে ।

    লু আড় লোক সংগীতের সুর সরল , তা সবার মন জয় করে । এ ধরনের সংগীত গ্রামাঞ্চলে ব্যাপক প্রচলিত । এ ধরনের সুর নতুন নতুন সুর রচনার জন্য নিত্য দিনকার জীবনযাত্রার বিষয়বস্তু সহায়ক । থু চিয়া জাতির অঞ্চলে একজন সুধী ব্যক্তিকে লোক সংগীতের বেশি সুর জানতে হয় । যারা যত বেশি জানেন , তারা তত জ্ঞানী । থু চিয়া জাতির বহু লোক নিত্য দিনের জীবনযাত্রার যে কোন একটি বিষয় নিয়ে সংগীত রচনা করতে পারেন । ৬৫ বছর বয়স্ক বৃদ্ধ হুয়াং সু তাই ছোট বেলা থেকে লু আড় লোক সংগীত পরিবেশন পছন্দ করেন । তিনি স্বাচ্ছন্দ্যের সঙ্গে লোক সংগীত গাইতে পারেন । থু চিয়া জাতির বেশ কিছু বিখ্যাত লোক সংগীত বিলুপ্ত হয়ে যাচ্ছে । এ সব গান এখন শুধু তার কন্ঠে বেঁচে রয়েছে ।

    থু চিয়া জাতির কৃষি কাজ ও নিত্য দিনের জীবনযাপনে লু আড় লোক সংগীত সৃষ্টি । এটা যেমনি একজনের পাশাপাশি দু' জনের গাওয়ার জন্য প্রযোজ্য । ফু মু থানার বৃদ্ধ লিউ ইয়ুন পিং ও মহিলা সিয়াও রুন জুনের গাওয়া গ্রাম্য মেয়ের প্রশংসা নামে গান নিখুঁত লু আড় লোক- সংগীতের প্রতীক ।

    গানে গ্রাম্য মেয়ের সুন্দর পোষাক এবং তার নাচ গানে দারুণ নৈপুণ্যের প্রশংসা করা হয়েছে ।

    লু আড় লোক সংগীতে থু চিয়া জাতির উদারতা , বুদ্ধি ও হাসি খুশি স্বভাব তুলে ধরা হয়েছে । কিন্তু লু এর লোক সংগীত এখন শুধু থু চিয়া জাতি অধ্যুষিত গ্রামাঞ্চলে প্রচলিত এবং তা ক্রমাগত বিলুপ্ত হয়ে যাচ্ছে । লু আড় লোক সংগীত পরিবেশন ও রচনার ব্যাপারে অল্পবয়সীদের কোন আগ্রহ নেই । গত শতাব্দির পঞ্চাশ ও ষাটের দশকে ৩ শো জনের মত লোক লু আড় লোক- সংগীত চর্চা করতেন । এখন এই সংখ্যা মাত্র সত্তরের কাছাকাছি নেমে গেছে । এ ছাড়া লু আড় লোক সংগীত চর্চাকারীদের মধ্যে বেশির ভাগ লোকের বয়স হয়েছে এবং তারা পাহাড়ী আঞ্চলে বসবাস করেন । বৃদ্ধ হুয়াং সু তাই বলেন ,

    যারা এখনও লু আড় লোক সংগীত পরিবেশন করতে পারছেন , তাদের সবার বয়স হয়েছে । অল্পবয়সীরা গাইতে পারে না এবং তা শিখতেও চায় না । লু আড় লোক সংগীত উত্তরাধিকার সূত্রে গ্রহণ করা খুব কঠিন ।

    জাতীয় ও লোক সংস্কৃতি একটি জাতির উন্নয়নের উত্পত্তিস্থল । স্থানীয় সরকার থু চিয়া জাতির এ মূল্যবান সম্পদ রক্ষা করার জন্য লু আড় লোক সংগীত রক্ষা সংক্রান্ত ৫ থেকে ১০ বছর মেয়াদী একটি পরিকল্পনা প্রণয়ন করেছে । ২০০৪ সালে সূর্যের উজ্জ্বলতার প্রশংসা নামে গানটি এ জেলার সবচেয়ে জনপ্রিয় সংগীত হিসেবে নির্ধারণ করা হয়েছে । ২০০৫ সালের শেষ নাগাদ জেলার সরকার ও পন্ডিতদের উদ্যোগে শি চু জেলার লোক- সংগীত সংগ্রহও প্রকাশিত হয়েছে । অল্পবয়সীদের মধ্যে লু আড় সংগীত জনপ্রিয় করে তোলার জন্য লু আড় লোক সংগীত সংক্রান্ত পাঠ্যপুস্তকও রচনা করা হয়েছে । এতে জন্মভূমি এবং নিজের জাতির সংস্কৃতি ও ভালবাসার অনুভূতি প্রকাশ পেয়েছে ।