২০০৭ সালে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের জিডিপি ৩৪.২ বিলিয়ন ইউয়ানে দাঁড়াবে বলে অনুমান করা হচ্ছে। ২০০৬ সালের তুলনায় তা ১৩.৮ শতাংশ বেশি হবে। তিব্বতে একটানা সাত বছর ১২ শতাংশেরও বেশি জিডিপি বৃদ্ধির গতি বজায় রয়েছে।
জানা গেছে, ২০০৭ সালে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল কৃষক ও পশু পালকদের আয় বাড়ানোর উদ্দেশ্যে কৃষি ও পশু পালনের ক্ষেত্রে বিংশতিতম বাম্পার ফলন অর্জন করেছে। তাছাড়া যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বেশ কয়েকটি নতুন নীতি তিব্বতের পর্যটন শিল্পের দ্রুত উন্নয়নের জন্যে সুযোগ সুবিধা দিয়েছে। ফলে ২০০৭ সালে তিব্বতের পর্যটন শিল্পের দ্রুত উন্নতি হয়েছে। এর পাশাপাশি তিব্বত সম্পদের প্রাধান্য অনুযায়ী ও বাজারের চাহিদা মোতাবেক কৃষিজাত ও পশুজাত পণ্যদ্রব্যও রফতানি করছে। তিব্বতের শিল্পেরও এখন দ্রুত উন্নয়নের যুগ চলছে।(লিলু)
|