১৫ জানুয়ারী চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কুও পেইচিংয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাত্কালে বলেন, চীন ভারতের সঙ্গে দু'দেশের শান্তিপূর্ণ সহাবস্থান ,দীর্ঘকালীন মৈত্রী ও সম্মিলিত উন্নয়ন বাস্তবায়নে আগ্রহী ।
উ পাং কুও বলেন, চীনের জাতীয় গণ কংগ্রেস সবসময় ভারতের পার্লামেন্টের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতাকে গুরুত্ব দিয়ে দেখে । দু'পক্ষের মধ্যে নিয়মিত বিনিময় ব্যবস্থা বাস্তবায়ন দু'পক্ষের সহযোগিতার নতুন পর্যায়ে প্রবেশের একটি উল্লেখযোগ্য দিক । তিনি আশা করেন, দু'দেশের আইন প্রণয়ন সংস্থা উচ্চ পর্যায়ের বিনিময় বজায় রাখার পাশপাশি বিশেষ কমিটি, মৈত্রী গ্রুপ ও বিভিন্ন সংস্থার মধ্যে বিনিময় ত্বরান্বিত করবে, পরস্পরের রাষ্ট্রীয় প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন করবে এবং দু'দেশের সম্পর্কের সার্বিক উন্নয়নে আরও বেশি অবদান রাখবে ।
মনমোহন সিং বলেন, ভারত চীনের সঙ্গে দ্বিপাক্ষিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ককে সামনে এগিয়ে নিতে আগ্রহী ।
(ছাও ইয়ান হুয়া)
|