আলভারো কোলোম ১৪ জানুয়ারী গুয়াতেমালার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, প্রেসিডেন্ট কার্যমেয়াদকালে তিনি দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, অপরাধ দমন, সামাজিক স্থিতিশীলতা সুরক্ষা,বৈদেশিক পুঁজি বিনিয়োগে উত্সাহ, আদিবাসীদের জীবন যাত্রার মানোন্নয়ন এবং দেশের সার্বিক উন্নয়নকে এগিয়ে নেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবেন। একই সঙ্গে সমাজের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে আদান প্রদান ও সুষ্ঠু পরামর্শের মাধ্যমে তিনি সক্রিয়ভাবে নির্বাচন আইন-মালার সংস্কারের চেষ্টা করবেন।
এদিন তিনি সরকারের ১৩জন মন্ত্রীর নাম ঘোষণা করেছেন।গুয়াতেমালার প্রেসিডেন্টের কার্যমেয়াদ হচ্ছে পাঁচ বছরের । --ওয়াং হাইমান
|