চীনের আবহাওয়া ব্যুরোর একজন দায়িত্বশীল কর্মকর্তা ১৫ জানুয়ারী ঘোষণা করেছেন, ফাং ইউয়ুন দুই সি উপগ্রহ চালু হওয়ার পর তিন বছর পূর্ণ হয়েছে। বর্তমানে উপগ্রহটি স্থিতিশীলভাবে কাজ করছে। এর মধ্য দিয়ে চীনের নিশ্চল আবহাওয়া উপগ্রহের গুণগত মান ও আয়ু নতুন পর্যায়ে প্রবেশ করলো।
ফাং ইউয়ুন দুই সি উপগ্রহ ২০০৫ সালের জানুয়ারী মাসে মহাশূন্যে স্থাপন করা হয়। এ উপগ্রহটি প্রশান্ত মহাসাগরে সৃষ্টি ঝড়-তুফানের ব্যাপারে নিরন্তর ও সঠিক পূর্বাভাস দিতে পারে এবং মুষল-ধারে বৃষ্টি, ঘন কুয়াশা, বালি-ঝড় ও বনাঞ্চলের অগ্নিকান্ডসহ নানা দুর্যোগের পূর্বাভাস দিতেও এটি সক্ষম।
এ উপগ্রহটি চীনের শেনচৌ নভোযান ও ছাং ও এক নং চাঁদ অনুসন্ধান উপগ্রহের উত্ক্ষেপন ও কক্ষপথে চলার ক্ষেত্রে মহাকাশ সম্পর্কিত সঠিক তথ্য সরবরাহ করেছে।
চীনের আবহাওয়া ব্যুরোর একজন কর্মকর্তা বলেন, এ বছর চীন ফাং ইউয়ুন তিন নং ০১ উপগ্রহ ও ফাং ইউয়ুন দুই নং ০৬ উপগ্রহ উত্ক্ষেপণ করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|