১৫ জানুয়ারী চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ পেইচিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, চীন সরকার বৃটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের আসন্ন চীন সফরকে গুরুত্ব দিয়ে দেখে । চীন এ সুযোগের মাধ্যমে দু'দেশের কৌশলগত সংলাপ জোরদার করা এবং কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের দীর্ঘকালীন ,সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করতে আগ্রহী ।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের আমন্ত্রণে ১৮ থেকে ২০ জানুযারী পর্যন্ত গর্ডন ব্রাউন চীন সফর করবেন ।
চিয়াং ইউ বলেন, বর্তমানে চীন ও বৃটেনের সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন হচ্ছে। দু'দেশের উচ্চ পর্যায়ের বিনিময় ঘন ঘন হচ্ছে এবং কৌশলগত পারস্পরিক আস্থাও বৃদ্ধি হচ্ছে । গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রশ্নে দু'পক্ষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় বজায় রয়েছে । দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতা অব্যাহতভাবে উন্নত হচ্ছে । সাম্প্রতিক বছরগুলোতে বৃটেন ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চীনে সবচেয়ে বেশি পুঁজি বিনিয়োগ করে আসছে এবং গত বছরে দ্বিপাক্ষিক মূল্য খুব সম্ভবত ৪০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।
তিনি আরও বলেন, চীন ও বৃটেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হিসেবে দ্বিপাক্ষিক সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন হলে তা হবে বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য সহায়ক ।
(ছাও ইয়ান হুয়া)
|