|
 |
(GMT+08:00)
2008-01-15 18:57:04
|
করাচিতে বোমা বিস্ফোরণে নিহত ১০
cri
১৪ জানুয়ারী পাকিস্তানের করাচিতে একটি বোমা বিস্ফেরণে কমপক্ষে ১০জন নিহত ও ৪৫ জন আহত হয়েছে। এ পি পি বার্তা সংস্থার একটি খবরে জানা গেছে, করাচির কায়দা বাদের একটি ফলের বাজারে এই বিস্ফোরণ ঘটে। ফল পরিবহণের একটি গাড়ীতে বোমাটি পাতা ছিল। জানা গেছে, বিস্ফোরণ ঘটার সময় পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সিন্ধু প্রদেশে তত্ত্বাবধায়ক সরকারের কর্মর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন। বিস্ফোরণের পর পারভেজ মুশারফ ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী মোহামাদ মিয়ান সুমরো এই ঘটনার তীব্র নিন্দা করেছেন । তা ছাড়া তারা সংশ্লিষ্ট বিভাগকে আহতদেরকে সর্বাত্মকচিকিত্সা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
|
|
|