সম্প্রতি চীন সাদা দূষণ রোধের লক্ষ্যে সারা দেশে সীমিত পর্যায়ে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার সম্পর্কে একটি বিধি জারি করেছে । জাতিসংঘ পরিবেশ কার্যক্রম বিভাগের কার্যনির্বাহী পরিচালক আচিম স্টেইনার এর প্রশংসা করেছেন ।
স্টেইনার বলেন , এটি একটি ইতিবাচক সিদ্ধান্ত । এতে প্লাস্টিকের ব্যাগ সৃষ্ট দূষণ রোধের আন্তর্জাতিক প্রবণতা তুলে ধরা হয়েছে । তিনি বলেন , একটি বৃহত শক্তি হিসেবে চীনের প্লাস্টিকের ব্যাগ সৃষ্ট দূষণ রোধের এ সিদ্ধান্ত এশিয়া তথা বিশ্বের ওপর প্রভাব বিস্তার করবে ।
স্টেইনার আরো বলেন , প্লাস্টিকের ব্যাগ বিক্রি থেকে পাওয়া অর্থ দিয়ে বর্জ্য পণ্য ফিরিয়ে নেয়া এবং প্রাকৃতিক তন্তু দিয়ে প্লাস্টিকের ব্যাগের বিকল্প পণ্য তৈরির কাজে ব্যবহার করা হবে ।
|