এইচ এস বি সি ব্যাংক ও বৃটেনের ভিক্টোরিয়া ও আলবার্ট জাদুঘরের যৌথ উদ্যোগে চীন সম্পর্কিত একটি বড় ধরনের শিল্পকর্মের প্রদর্শনী আগামী বছরের মার্চ মাস থেকে জুলাই মাস পর্যন্ত বৃটেনে অনুষ্ঠিত হবে । বৃটেনের ইতিহাসে এ প্রদর্শনী হবে আধুনিক চীন সম্পর্কিত সবচেয়ে বড় প্রদর্শনী ।
জানা গেছে , এ প্রদর্শনীতে চীন সম্পর্কিত অনেক শিল্পকর্ম প্রদর্শিত হবে। এ সব শিল্পকর্মে বিশেষভাবে পেইচিং , সাংহাই ও সেনচেন –এ তিনটি শহরের দ্রুত উন্নয়নের সুফল প্রতিফলিত হবে । চীনের স্থাপত্য , আলোকচিত্র , চলচ্চিত্র , আসবাসপত্র ও ডিজিটাল মাধ্যমের বিভিন্ন শিল্পকর্ম এতে স্থান পাবে ।এ প্রদর্শনীতে অন্যান্য দেশও অংশ নেবে ।
এ প্রদর্শনী বৃটেনে অনুষ্ঠেয় 'আধুনিক চীন' নামে সাংস্কৃতিক কর্মসূচীর অন্যতম । ২০০৮ সালের ফেব্রুয়ারী থেকে জুলাই মাস পর্যন্ত সাংস্কৃতিক কর্মসূচীগুলোতে আধুনিক চীনের সমাজ ও সংস্কৃতির পরিবর্তন ও উন্নয়ন প্রতিফলিত হবে ।
**' হংকংয়ের নারী সমাজের শত বছরের অগ্রগতি ' শীর্ষক প্রদর্শনী হংকংয়ে অনুষ্ঠিত
হংকংয়ের নারী বিষয়ক কমিটির উদ্যোগে আয়োজিত হংকংয়ের নারী সমাজের শত বছরের অগ্রগতি শীর্ষক একটি প্রদর্শনী ২৯ নভেম্বর হংকংয়ের সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে । প্রদর্শনীর শিল্পকর্মে আলোকচিত্র ও তৈজসপত্রগুলোয় হংকংয়ের নারীদের শত বছরের অগ্রগতি ও অবদান প্রতিফলিত হয়েছে ।
এ প্রদর্শনীর চারটি ভাগের মধ্যে রয়েছে নারীদের জীবন কাহিনী , নারীদের অর্জিত সাফল্য , নারীর অধিকার ও স্বার্থ এবং নারী শিশুর সাংস্কৃতিক জীবন । এতে চাকরী , পরিবার , শিক্ষা ও সমাজের বিভিন্ন কাজে হংকংয়ের নারীদের অগ্রগতি ও জীবন কাহিনী দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে ।
হংকংয়ের নারী বিষয়ক কমিটির চেয়ারম্যান কাও চিং চি জানিয়েছেন , আমি আশা করি এ প্রদর্শনীর মাধ্যমে নারীর সমান অধিকার নিশ্চিত এবং নারীকে আরো বেশি মর্যাদা দেয়ার ক্ষেত্রে নাগরিকদের চেতনা উন্নত হবে এবং সম্প্রীতিময় হংকং গড়ে তোলার কাজ তরান্বিত হবে ।
**চীনের প্রথম আলোকচিত্র যাদুঘর চালু
চীনের প্রথম আলোকচিত্র জাদুঘর--চীনের লি সুই আলোকচিত্র জাদুঘর সম্প্রতি চীনের চেচিয়ান প্রদেশে দর্শকদের জন্য খোলা হয়েছে ।
লিসুই আলোকচিত্র যাদুঘরে ১৮৪০ সাল থেকে ১৯১৯ সাল পর্যন্ত তোলা আলোকচিত্র সংরক্ষিত রয়েছে । আলোকচিত্রগুলোর মধ্যে রয়েছে বিংশ শতাব্দীর প্রথম দিকে পেইচিংয়ের ইয়োংতিন গেটের সামনের দৃশ্য , তখনকার ফেরিওয়ালার পরিবারের ছবি , ছিং রাজবংশের ধনী পরিবারের নারী ও চীনে বিদেশী দূতাবাসে কর্মরতকালীন সদস্যদের স্ত্রীদের ছবি রয়েছে । যাদুঘরে ১৯৩৭ সালে তৈরী কাঠের ক্যামেরাও প্রদর্শিত হচ্ছে ।
পুরনো ছবি সংগ্রহেচীনের লিসুই আলোকচিত্র যাদুঘর চীনের আলোকচিত্রশিল্পী সমিতির সমর্থন ও সাহায্য পেয়েছ । বৃটেন , অষ্ট্রেলিয়া , ইতালি , জাপান ও হংকংয়ের আলোকচিত্রশিল্পীরা যাদুঘরে নিজেদের তোলা ছবি পাঠিয়েছেন ।
একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , চেচিয়ান প্রদেশের লি সুই শহরে আলোকচিত্র অনুরাগীর সংখ্যা ৩৫ হাজারের বেশি ।
|