v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-14 20:50:36    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৮/১/১৪

cri

    দু'বছরের প্রস্তুতি সম্পন্ন করার পর তাইওয়ানের নামকরা ছাং গেন হাসপাতাল চীনের মূলভূখন্ডের ফুচিয়ান প্রদেশের সিয়া মেন শহরে তার প্রথম চিকিত্সা কেন্দ্র খুলবে। ২০০০ সালে চীনের কেন্দ্রীয় সরকারের তাইওয়ানের পুঁজি বিনিয়োগে যৌথ-মালিকানার পদ্ধতিতে মূলভূখন্ডে হাসপাতাল প্রতিষ্ঠার সংশ্লিষ্ট নীতি প্রকাশের পরপর তাইওয়ানের কিছু দূরদর্শি শিল্প প্রতিষ্ঠান ও চিকিত্সা সংস্থা মূলভূখন্ডে হাসপাতাল প্রতিষ্ঠার চেষ্টা শুরু করে। ১৪ জানুয়ারীর বিজ্ঞান বিচিত্রা আসরে আপনাদের এ সম্পর্কিত কিছু তথ্য জানানো হবে।

    চীনের আন হুই প্রদেশের দক্ষিণাংশে হোয়াং শান শহর অবস্থিত। ১৯৯০ সালে ইউনেস্কো এ শহরকে সাংস্কৃতিক ও প্রাকৃতিক পুরাকীর্তি বিশ্ব হেরিটেজের তালিকাভূক্ত করেছে। হোয়াং শান পাহাড়ের অদ্ভূত আকৃতির পাইন গাছ আর মেঘের সাগরে ভেসে থাকা পাথর পর্যটকদের দারুন আকৃষ্ট করে। প্রবাদ আছে যে, হোয়াং শান পাহাড় দেখলে আর অন্য কোনো পাহাড় দেখার দরকার নেই। পর্যটন শিল্পের প্রসার ও পর্যটকদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে হোয়াং শান শহরের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের কাজও জরুরি হয়ে পড়েছে। ১৬ জানুয়ারী সমাজ দর্পন আসরে শি চিং উ আপনাদের হোয়াং শান শহর পরিবেশ সংরক্ষণের উদ্যোগ সম্পর্কে একটি প্রতিবেদন শোনাবেন।

    আনহুই প্রদেশ চীনের পশ্চিম-পূর্ব দিকে অবস্থিত। সাম্প্রতিক বছরগুলোতে আনহুই প্রদেশ নিজের প্রচুর জনশক্তি সম্পদ ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে বৈদেশিক পুজি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরো বেশি বিদেশি পুঁজি আকর্ষণের জন্য স্থানীয় সরকার অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল প্রতিষ্ঠা করেছে এবং সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক নীতি প্রণয়ন করেছে। এতে পুঁজি বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি করার পাশাপাশি আনহুইয়ের উন্নয়নের সুযোগও বয়ে এনেছে। ১৭ জানুয়ারী অর্থনীতির অগ্রযাত্রা আসরে আপনাদের চীনের আনহুই প্রদেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন অঞ্চল ও সেখানকার বিদেশী ব্যবসায়ীদের পরিচয় করিয়ে দেয়া হবে।

    বন্ধুরা, এতোক্ষণ আপনারা "লং ছুয়েন চেন তুতে এসেছে" শীর্ষক পাহাড়ী গানটি শুনেছেন। গায়ক চেন মিং ফাং হচ্ছেন চেন তুং শহরের লং ছুয়েন ই এলাকার শান ছুয়েন নগরের থাও ইয়েন গ্রামের একজন ৭২ বছর বয়সী কৃষক। থাও ইয়েন গ্রামের কৃষকদের কবিতা পাঠে পারদর্শী বলে সুনাম রয়েছে। কৃষি কাজের অবসরে কৃষকদের একসাথে কবিতা পাঠ করা হচ্ছে সেখানকার সবচেয়ে জনপ্রিয় বিনোদনের পদ্ধতি। কৃষকদের কবিতা পর্যটকদের পছন্দ হয়েছে বলে সেখানকার পর্যটন শিল্পও উন্নত হয়েছে। এখন থাও ইয়েন গ্রামে কবিতা গ্রন্থগার প্রতিষ্ঠিত হয়েছে এবং ইন্টারনেটে "চীনের থাও হুয়া কবিতা গ্রাম ফোরাম"ও গঠিত হয়েছে। ১৭ জানুয়ারী চলুন বেড়িয়ে আসি আসরে ছাও ইয়ান হুয়া ও আবাম ছালাউদ্দিন আপনাদের এই থাও ইয়েন গ্রামে নিয়ে যাবেন।

    ২০০৭ সালের জুন মাসে প্রাচীন ল্যশান শহর আড়ম্বরপূর্ণভাবে ছোটবেলায় দুই হাত হারানো ১৭ বছর বয়সী মেয়ে লেই ছিং ইয়াওকে স্বাগত জানিয়েছে। সদ্যসমাপ্ত চীনের চলচিত্রের হুয়াবিয়াও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে "অদৃশ্য ডানা" শিরোনামে ছবিটি শ্রেষ্ঠ শিশু ছবি এবং শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার পেয়েছে। ছবিটি লেই ছিং ইয়াওয়ের কাহিনীর ওপর ভিত্তি করে রচিত এবং লেই ছিং ইয়াও নিজেই ছবিটির নায়িকার চরিত্রে অভিনয় করেছে। ছবিটিতে দুই হাত হারানো মেয়েটির নিজের শক্তির ওপর নির্ভর করে সাফল্য অর্জনের গল্প বর্ণনা করা হয়েছে। ১৮ জানুয়ারী কন্যা জায়া জননী অনুষ্ঠানে চুং শাও লি "অদৃশ্য ডানা" শিরোনামে গল্পটি আপনাদের শোনাবেন।

    বন্ধুরা, তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি। (ইয়ু কুয়াং ইউয়ে)