v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-14 20:47:43    
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চীন সফর শুরু

cri

**ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চীন সফর শুরু

    ভারতের প্রধানমন্ত্রী মননোহন সিং ১৩ জানুয়ারী থেকে চীনে তিনদিনের সফরে রয়েছেন।

    ২০০৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর এটা হচ্ছে তাঁর প্রথম চীন সফর । সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট হু চিন থাও, জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কুও'র সঙ্গে পৃথক পৃথকভাবে সাক্ষাত্ করবেন এবং চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের সঙ্গে বৈঠক করবেন । দু'দেশের প্রধানমন্ত্রীরদ্বয় সম্মিলিতভাবে চীন-ভারত যৌথ চিকিত্সা দলের প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

    এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এ সফরকে চীন স্বাগত জানায় এবং এর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। চীন আশা করে, এবারের সফরের মাধ্যমে দু'দেশের জনগণের মৈত্রী জোরদার হবে, বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের পারস্পরিক কল্যাণমূলক ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সম্প্র্রসারিত হবে এবং চীন-ভারত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কের দীর্ঘকালীন সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন এগিয়ে যাবে ।

    ১৩ জানুয়ারী দুপুরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং পেইচিং অলিম্পিক প্রকল্প প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করার সময় বলেন, পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক প্রক্রিয়ায় বিচক্ষনতার পরিচয় দেওয়া হয়েছে । স্টেডিয়াম নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞতা ভারতের ক্রীড়া ক্ষেত্রের বড় ধরনের আয়োজন , বিশেষ করে ২০১০ সালে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসের জন্য প্রেরণার উত্স হবে ।

    পেইচিংয়ের ভাইস মেয়র ছেনকাংয়ের সঙ্গে তিনি অলিম্পিক প্রকল্প প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেন । পরিদর্শনের পর তিনি মন্তব্য খাতায় লিখেছেন --'আমি ভারত সরকার ও ভারতীয় জনগণের পক্ষ থেকে ২০০৮ সালে আসন্ন পেইচিং অলিম্পিক গেমসের প্রতি সর্বাত্মক শুভকামনা জানাচ্ছি । আশা করি, এ মহান নগরের অলিম্পিকের উদ্দেশ্য ও আন্তরিকতা অলিম্পিক গেমসের সকল অংশগ্রহণকারী সদস্যদেশসহ সকল দেশের মধ্যে মৈত্রী, শান্তি ও সমঝোতা বৃদ্ধি করবে ।'

**চীন ভারতের সঙ্গে যৌথ চিকিত্সা দল গঠন করবে

    চীনকে সাহায্য করার জন্য ৭০ বছর আগে ভারত যে একটি চিকিত্সা দল পাঠিয়েছিলো, তার স্মরণে আগামী সপ্তাহে চীন ভারতের সঙ্গে একটি যৌথ চিকিত্সা দল গঠন করবে। চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এই চিকিত্সা দল গঠন অনুষ্ঠানে অংশ নেবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু ৮ জানুয়ারি পেইচিংয়ে এ তথ্য জানিয়েছেন।

**চীন চায় নেপাল নিজের পথ বেছে নিক

    চীন চায় নেপাল স্বদেশের বাস্তবতা অনুযায়ী নিজের উন্নয়নের পথ বেছে নিক। চীনের রাষ্ট্রীয় কিউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী চাও গান ছুয়েন ৮ জানুয়ারী পেইচিংএ সফররত নেপালের সেনাবাহিনী প্রধান রুকমাংগুদ কাতাওয়ালের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন। চাও গান ছুয়েন বলেন, চীন ও নেপালের মধ্যে মৈত্রী সুর্দীঘকালের। চীন নেপালের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগলিক অখন্ডতাকে সম্মান করে। চীন চায় নেপাল স্বদেশের বাস্তবতা অনুযায়ী উন্নয়নের পথ বেছে নিক। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং অভিন্ন উন্নয়নের জন্য ইতিবাচক অবদান রাখার জন্য চীন নেপালের সঙ্গে সম্মিলিত চেষ্টা চালাতে ইচ্ছুক। রুকমাংগুদ কাতাওয়াল বলেন, নেপাল চীনকে বিশ্বাসযোগ্য প্রতিবেশী ও অংশীদার বলে মনে করে। নেপাল এক চীন নীতিতে অবিচল রয়েছে।দু'দেশ ও দুই সেনাবাহিনীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো বিকশিত করার জন্য নেপাল চীনের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে প্রস্তুত।

**বেনজির ভুট্টোর হত্যাকান্ডের তদন্তে জাতিসংঘের অংশগ্রহণের সম্ভাবনা নেই

    পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সাবেক প্রধানমন্ত্রী ও পিপিপি'র চেয়ারম্যান বেনজির ভুট্টো হত্যাকান্ডের তদন্তে জাতিসংঘের অংশগ্রহণের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। ১২ জানুয়ারী ফ্রান্সের 'লা ফিগারো পত্রিকার' সঙ্গে এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেছেন।

    মুশাররফ বলেন, বেনজির ভুট্টো হত্যাকান্ড একটি সরল হত্যাকান্ড। বৃটেনের স্কটল্যান্ড ইয়ার্ডের সহায়তায় পাকিস্তানের তদন্তকারী সংস্থার এ ঘটনার তদন্ত সম্পন্ন করতে পারবে। তিনি আশা করেন, তদন্ত রিপোর্টটি ১৮ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনের আগেই প্রকাশিত হবে ।

**শ্রীলংকা সরকারের যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান

    শ্রীলংকা সরকার ১১ জানুয়ারী ঘোষণা করেছে, সরকারী বাহিনী এল টি টি ই-এর বিরুদ্ধে তার সামরিক অভিযান অব্যাহত রাখবে।

    শ্রীলংকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, সরকারী বাহিনী এল টি টি ই'কে সম্পূর্ণভাবে পরাজিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। যাতে গোটা দেশকে সন্ত্রাসবাদের কালো ছায়া থেকে মুক্ত করা যায়।

**যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আরো ৩ হাজার মেরিন সেনা পাঠানোর কথা বিবেচনা করছে

    ৯ জানুয়ারি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিওফ মোরেল বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস আফগানিস্তানে আরো ৩ হাজার মেরিন সেনা পাঠানোর কথা বিবেচনা করছেন, যাতে সশস্ত্র তালিবানদের বসন্তকালীন হামলা মোকাবিলা করা যায়।

    মোরেল বলেন, আফগানিস্তানে মার্কিন কমান্ডারের অনুমান অনুযায়ী, বর্তমানে আফগানিস্তানে মার্কিন বাহিনীতে আরো প্রায় ৭ হাজার ৫শ' সৈন্য দরকার। প্রাথমিকভাবে গেটস প্রায় ৩ হাজার সৈন্য পাঠাতে রাজি হয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়া হয় নি।

    আফগানিস্তানে মার্কিন কমান্ডার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এ বছরের এপ্রিল মাসে আফগানিস্তানে আরো ২ হাজার ২শ' মেরিন সেনা পাঠানোর পাশাপাশি ৮শ' জন প্রশিক্ষক পাঠিয়ে আফগান সৈন্যদেরকে প্রশিক্ষণ দেওয়ার কাজে সাহায্য করার অনুরোধ জানান।