১৪ জানুয়ারী বিকালে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মধ্যে এক বৈঠক হয়েছে । দু'পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে গভীরভাবে মত বিনিময় করেছে ।
ওয়েন চিয়া পাও বৈঠকে বলেন , বর্তমানে এশিয়া ও আন্তর্জাতিক পরিস্থিতির ব্যাপক পরিবর্তনের প্রেক্ষাপটে চীন ও ভারত এখন সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ কৌশলগত সুযোগের মুখোমুখি । তিনি সিংয়ের সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে দু'দেশের অংশিদারিত্বপূর্ণকৌশলগত সম্পর্কের উন্নয়নের বিষয়ে আরো মত বিনিময় করতে ইচ্ছুক ।
মনমোহন সিং বলেছেন , ভারত চীনের সঙ্গে পারস্পরিক উপকারিতামূলক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেয় । দু'দেশের সর্বোচ্চ নেতৃবৃন্দের ঘন ঘন সফর দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নকে ত্বরান্বিত করেছে ।
উল্লেখ্য , চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ১৩ থেকে ১৫ জানুয়ারী পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চীন সফর করছেন । ২০০৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি প্রথমবারের মত চীন সফর করছেন । (শুয়েই ফেই ফেই)
|