সম্প্রতি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের যোগাযোগ ব্যুরো থেকে জানা গেছে, ২০০৮ সালে তিব্বতে বিভিন্ন সড়ক নির্মাণে ছয় বিলিয়ন ইউয়ান ব্যয় হবে।
জানা গেছে, ২০০৮ সালে তিব্বত যোগাযোগের বুনিয়াদী ব্যবস্থা নির্মাণ কাজ আরো জোরদার করবে। ৯০ শতাংশেরও বেশি মহকুমা ও ৬০ শতাশেরও বেশি গ্রামে সড়ক নির্মাণ করা হবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে তিব্বতের সড়কপথের দৈর্ঘ্য ৪৪ হাজার আট শো কিলোমিটার। ২০১০ সাল পর্যন্ত সড়কপথের দৈর্ঘ্য ৫০ হাজার কিলোমিটার হবে। সড়ক নির্মাণ করায় তিব্বতের কৃষক ও পশু পালকরা তাদের আয় বাড়ানোর পাশাপাশি সড়কপথের বিবিধ সুবিধার মাধ্যমে কৃষিজাত ও পশুজাত পণ্যদ্রব্যও রফতানি করতে পারেন।(লিলু)
|