১৪ জানুয়ারী উত্তর কোরিয়ার 'রোদোং সিনমুন পত্রিকার'এক প্রবন্ধে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সামরিক ক্ষেত্রের বিরোধের অবসান ,উত্তেজনাময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং উভয় রাষ্ট্রের একীকরণসহ শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জাতি গঠনের আহ্বান জানানো হয়েছে ।
প্রবন্ধে বলা হয়, গেলো বছরে দু'দেশের মধ্যে বহুবার সামরিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে । কিন্তু দু'পক্ষের মধ্যেকার সামরিক ক্ষেত্রের বিরোধের আসল সমস্যার সমাধান হয় নি । এর কারণ হলো দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী উত্তর কোরিয়াকে প্রধান শত্রু হিসেবে মনে করে । বর্তমানে উত্তর -দক্ষিণ কোরিয়ার সম্পর্ক উন্নয়ন, রাষ্ট্রের শান্তি ও জাতীয় সমৃদ্ধি বাস্তবায়ন সামরিক ক্ষেত্রের বিরোধ অবসানে গুরুত্বপূর্ণ তাত্পর্যবহ।
(ছাও ইয়ান হুয়া)
|