চীনের জাতীয় পরিবেশ সংরক্ষণ ব্যুরো সূত্রে জানা গেছে, ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এই ১৩ বছর চীন পানি দূষণ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ প্রকল্পের জন্য কয়েক হাজার কোটি ইউয়ান রেনমিনপি বরাদ্দ করবে।
২০০৭ সালের ডিসেম্বর মাসে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত রাষ্ট্রীয় পরিষদের একটি অধিবেশনে নীতিগতভাবে পানি দূষণ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব গৃহীত হয়েছে। এ থেকে প্রতিপন্ন হয়েছে যে, এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।
জানা গেছে, এই প্রকল্পের মাধ্যমে জ্বালানি সাশ্রয় ও নিঃসরণ কমানো ত্বরান্বিত করার প্রক্রিয়ায় পানি দূষণ প্রতিরোধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি সংক্রান্ত সমস্যার সমাধান হবে। যাতে জ্বালানি সাশ্রয় ও নিঃসরণ কমানোর লক্ষ্য বাস্তবায়ন এবং গুরুত্বপূর্ণ নদ-নদীর পরিবেশের গুণগত মান উন্নয়নের জন্য প্রযুক্তিগত সহায়তা দেয়া যায়। এই গবেষণা প্রকল্পের বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে প্রধানতঃ হ্রদ, নদ-নদী, পানীয় জল, শহর, তত্ত্বাবধান ও পূর্বাভাস এবং কৌশলগত নীতি। (ইয়ু কুয়াং ইউয়ে)
|