১৪ জানুয়ারী চীন-ভারত আর্থ- বাণিজ্যিক পুঁজি বিনিয়োগ ও সহযোগিতা সংক্রান্ত একটি শীর্ষ সম্মেলন পেইচিংয়ে শুরু হয়েছে । চীনের উপ-প্রধানমন্ত্রী হুই লিয়াং ইউ এবং সফররত ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সম্মেলনে ভাষণ দিয়েছেন ।
হুই লিয়াং ইউ বলেন, বর্তমানে চীন ও ভারতের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতার সার্বিক উন্নয়ন হয়েছে। বিশেষ করে দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা । গত বছর দ্বিপাক্ষিক বাণিজ্যিক মূল্য ছিল ৩৮ বিলিয়নেরও বেশি মার্কিন ডলার ।যা ১৯৯৫ সালের ৩৩গুণ বেশি । এর পাশাপাশি দু'দেশের প্রকল্প ঠিকাদার সহযোগিতাও সম্প্রসারিত হয়েছে । তিনি আশা করেন, দু'দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো পারস্পরিক অনুপূরণের প্রাধান্য প্রসারিত করে সহযোগিতার পদ্ধতি ও ক্ষেত্র সম্প্রসারণ করবে ।
মনমোহন সিং তাঁর ভাষণে দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার গভীর মূল্যায়ন করেন । দু'দেশ যৌথভাবে ভবিষ্যতের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার কৌশলগত লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং সেবা বাণিজ্য ও হাই-টেক প্রযুক্তি ক্ষেত্রের সহযোগিতাকে জোরদার করার প্রস্তাবও তিনি দিয়েছেন। এর পাশাপাশি ভিসা প্রক্রিয়া সহজ করে দু'দেশের জনগণের যাতায়াতের সুবিধা সৃষ্টি করা হবে।
(ছাও ইয়ান হুয়া)
|