চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী মহমোহন সিংয়ের ১৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চীন সফর করছেন।
মনমোহন সিং ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং অর্থনীতি বিষয়ে ডক্টরেট করেন।
পড়াশোনা শেষে তিনি ভারতের অর্থ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা, রিজার্ভ ব্যাংকের পরিচালক, পরিকল্পনা কমিটি'র ভাইস চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা এবং অর্থমন্ত্রীর পদে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালের ২২ মে তিনি ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
মনমোহন সিংয়ের স্ত্রী মেদাম গুয়েরসালান কাউলও কাউল তার সঙ্গে চীন সফর করছেন। (ইয়াং ওয়েই মিং)
|