১২ জানুয়ারী ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আশা প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাতার দায়িত্ব পালন করার সময় পাশ্চাত্য দেশগুলোর প্রভাবে প্রভাবিত হবে না ।
তেহরান সফররত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহা-পরিচালক মোহাম্মদ আল বারাদেই'র সঙ্গে সাক্ষাত্কালে আহমাদিনেজাদ বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কোন দেশের নীতি বাস্তবায়নের হাতিয়ার নয় । পরমাণু প্রশ্নে ইরানের মতামত তিনি পুনরায় ব্যক্ত করেছেন এবং জোর দিয়ে বলেছেন, ইরান শুধু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে তার আলোচনার অংশীদার হিসেবে স্বীকৃতি দেয় ।
১২ জানুয়ারী ইরানের পরমাণু আলোচনার শীর্ষ প্রতিনিধি, সর্বোচ্চ নিরাপত্তা কমিটির সচিব সায়িদ জালিলি বারাদেই'র সঙ্গে বৈঠকের পর বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আরও পেশাগত, ন্যায় এবং অন্যের রাজনৈতিক প্রভাবে প্রভাবিত না হলে এ সংস্থার সুনাম অনেক বেড়ে যাবে । তিনি আরও বলেন, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতার মাধ্যমে ইরান তার পরমাণু তত্পরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সন্দেহ দূরীভূত করবে । যার ফলে পাশ্চাত্য দেশগুলোর ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র উন্নয়নের অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হবে ।
ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ্ আলি খামেনেই একইদিন বারাদেই'র সঙ্গে সাক্ষাত্কালে বলেন, ইরানের পরমাণু সমস্যাকে নিরাপত্তা পরিষদের এত গুরুত্ব দিয়ে দেখার কোন কারণ নেই । এ সমস্যা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার দায়িত্ব ।
(ছাও ইয়ান হুয়া)
|