ভারতের প্রধানমন্ত্রী মননোহন সিং ১৩ জানুয়ারী থেকে চীনে তাঁর তিনদিনব্যাপী সফরে পেইচিংয়ে পৌঁছেছেন।
২০০৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর এটা হচ্ছে তাঁর প্রথম চীন সফর । সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট হু চিন থাও, জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কুও'র সঙ্গে পৃথক পৃথকভাবে সাক্ষাত্ করবেন এবং চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের সঙ্গে বৈঠক করবেন । দু'দেশের প্রধানমন্ত্রীরদ্বয় সম্মিলিতভাবে চীন-ভারত যৌথ চিকিত্সা দলের প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ।
এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এ সফরকে চীন স্বাগত জানায় এর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং চীন আশা করে, এবারের সফরের মাধ্যমে দু'দেশের জনগণের মৈত্রী জোরদার হবে, বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের পারস্পরিক কল্যাণমূলক ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সম্প্র্রসারিত হবে এবং চীন-ভারত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কের দীর্ঘকালীণ সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন এগিয়ে যাবে ।
(ছাও ইয়ান হুয়া)
|