১৩ জানুয়ারী দুপুরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং পেইচিং অলিম্পিক প্রকল্প প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করার সময় বলেন, পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক প্রক্রিয়ায় প্রখর বিজ্ঞতা দেখানো হয়েছে । স্টেডিয়াম নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞতা ভারতের ক্রীড়া ক্ষেত্রের বড় ধরনের আয়োজন , বিশেষ করে ২০১০ সালে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসের জন্য প্রেরণার উত্স্য হবে ।
পেইচিংয়ের ভাইস মেয়র ছেনকাংয়ের সঙ্গে তিনি অলিম্পিক প্রকল্প প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেছেন । পরিদর্শনের পর তিনি মন্তব্য পত্রে লিখেছেন --'আমি ভারত সরকার ও ভারতীয় জনগণের পক্ষ থেকে ২০০৮ সালে আসন্ন পেইচিং অলিম্পিক গেমসের প্রতি সর্বাত্মক শুভকামনা জানাচ্ছি । আশা করি, পেইচিং এ মহান নগরের অলিম্পিকের উদ্দেশ্য ও আন্তরিকতা অলিম্পিক গেমসের সকল অংশগ্রহণকারী সদস্যদেশসহ সকল দেশের মধ্যে মৈত্রী, শান্তি ও সমঝোতা বৃদ্ধি করবে ।'
(ছাও ইয়ান হুয়া)
|