গত কয়েক বছরে ক্রমবর্ধমান জ্বালানী চাহিদা পূরণের লক্ষ্যে চীনে জ্বালানী-বনের গঠনকাজ আরো জোরদার হয়েছে ।
২০০৬ সালে চীনের জাতীয় বন ব্যুরো চীনের তেল ও প্রাকৃতিক গ্যাস গোষ্ঠীর সংগে তেল ও বনের একীকরণ সহযোগিতার একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষর করে । এ চুক্তি অনুসারে আগামী ৫ বছরের মধ্যে সারা দেশে ৪ লাখ হেক্টর তেল উত্পাদনকারী জ্বালানী বনের নিদর্শনমূলক কেন্দ্র স্থাপন করা হবে ।
চীনের জীবজাত ডিজেলের রূপান্তর প্রযুক্তি এখন পরিপক্ক হয়ে উঠেছে । ইতোমধ্যেই চীনে বেশ কিছু জীবজাত ডিজেল তৈরির কারখানা প্রতিষ্ঠিত হয়েছে , যে কারখানাগুলোর প্রত্যেকটির বার্ষিক উত্পাদন ১০ হাজার টনেরও বেশি ।
চীন হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানী উত্পাদন ও ব্যবহারকারী দেশ । বিদেশী তেলের ওপর চীনের নির্ভরশীলতা এখন ৫০ শতাংশের কাছাকাছি । চীন সরকার আশা করে যে , ২০১০ সাল নাগাদ নবায়ণযোগ্য জ্বালানী ক্ষয় চীনের মোট জ্বালানী ক্ষয়ের ১০ শতাংশে দাঁড়াবে । তার মধ্যে জীবজাত জ্বালানীর বার্ষিক উত্পাদন ২০ লাখ টনে পৌঁছবে ।
|