শ্রীলংকা সরকার ১১ জানুয়ারী ঘোষণা করেছে, সরকারী বাহিনী এল টি টি ই-এর বিরুদ্ধে তার সামরিক অভিযান অব্যাহত রাখবে।
শ্রীলংকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, সরকারী বাহিনী এল টি টি ই'কে সম্পূর্ণভাবে পরাজিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। যাতে গোটা দেশকে সন্ত্রাসবাদের কালো ছায়া থেকে মুক্ত করা যায়।
উল্লেখ্য যে, ২ জানুয়ারী শ্রীলংকা সরকার এককভাবে ২০০২ সালে এল টি টি ই'র সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়। কারণ, সরকার মনে করে, এই যুদ্ধবিরতি চুক্তি আর কাজে লাগছে না। ১০ জানুয়ারী এল টি টি ই যুদ্ধবিরতি চুক্তি ত্বত্তাবধান কমিটির কাছে দাখিল করা এক বিবৃতিতে বলেছে, এল টি টি ই যুদ্ধবিরতি চুক্তির সকল ধারা মেনে চলবে এবং একই সঙ্গে তারা শ্রীলংকায় শান্তি বাস্তবায়নে নরওয়ের মধ্যস্থতা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|