১১ জানুয়ারী এশিয় - প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের নির্বাহী সবিচ ও জাতিসংঘের উপ- মহাসচিব, নোয়েলীন হেইজার ব্যাংককে বলেন, দারিদ্র্য বিমোচন ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার ত্বরান্বিত করার ক্ষেত্রে চীনের ভুমিকা চমত্কার । তিনি বিশ্বাস করেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন সমৃদ্ধির প্রক্রিয়ায় চীন ইতিবাচক ভুমিকা পালন করবে ।
তিনি উল্লেখ করেন, চীন হচ্ছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং বিশ্বের অর্থনীতিরচালিকা শক্তি । দারিদ্র্য বিমোচন হলো জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রধান দিক । এ ক্ষেত্রে চীনের অগ্রগতি চমত্কার এবং এ লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য অনেক সহায়তা দিয়েছে । এছাড়া, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতায় চীন ইতিবাচক ভুমিকা পালন করছে । পূর্বতিমুর, কম্বোডিয়া, লাওস এবং আফ্রিকাসহ বিভিন্ন দেশকে অনেক সহায়তা দিয়েছে । তিনি আশা করেন, চীন অব্যাহতভাবে ইতিবাচক ভুমিকা পালন করবে এবং আরও বেশি দেশকে চীনের অভিজ্ঞতা দিয়ে সমৃদ্ধি করবে ।
চীন সরকারের আমন্ত্রণে নোয়েলীন হেইজার ১৭ থেকে ২৩ জানুয়ারী পর্যন্ত চীন সফর করবেন ।
(ছাও ইয়ান হুয়া)
|