জর্জিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন ৯ জানুয়ারী ঘোষনা করেছে, প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলি ৫২.২১ শতাংশ ভোট নিয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
সাকাশভিলি ১৯৬৭ সালের ২১ ডিসেম্বর তিবিলিসিতে জন্মগ্রহণ করেন। তিনি কিয়েভ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে লেখাপড়া করেন। তিনি ফ্রান্সের স্ট্রাসবার্গ একাডেমি ও ইতালির ফিওরেনস আইন বিজ্ঞান একাডেমিতে অর্ব্যয়ন করেন। ১৯৯৪ সালে সাকাশভিলি মার্কিন কংগ্রেসের বৃত্তি পেয়ে নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ও জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন।
১৯৯৫ সালে সাকাশভিলি জর্জিয়ায় ফিরে আসেন। ২০০০ সালের অক্টোবর মাসে তিনি আইন মন্ত্রী নির্বাচিত হন। ২০০১ সালে তিনি পদ ত্যাগ করেন। এরপর তিনি 'জাতীয় অভিযান পার্টি' প্রতিষ্ঠা করেন। তিনি ২০০২ সালের জুন মাসে তিবিলিসি পার্লামেন্টের স্পীকার নির্বাচিত হন।
২০০৩ সালের নভেম্বর মাসে জর্জিয়ায় পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। নির্বাচনের কারচুপি প্রতিরোধের জন্য সাকাশভিলি বিরোধী দলের নেতা হিসেবে বিক্ষোভ সনাবেস ও মিছিল সংগঠিত করেন। এ পরিস্থিতিতে সাবেক প্রেসিডেন্ট এদোয়ার্দ শেভার্দনাজে পদত্যাগ করেন। এরপর, জর্জিয়ার বিরোধী দল মেটি সাকাশভিলিকে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত করে। তিনি ২০০৪ সালের ৪ জানুয়ারী অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন। ২০০৪ সালের ২৫ জানুয়ারী ৫ বছর মেয়াদে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
তিনি দুর্নীতি নির্মূল, অর্থনীতির উন্নয়ন ও ইউরোপ একীকরণকে প্রধান দায়িত্ব হিসেবে সরকারী ব্যয় কমানো, দুর্নীতি দমন আইন সংশোধন ও কর পুলিশ প্রবর্তনের ব্যবস্থা নেন, যাতে জনগণের জীপনযাত্রার মান উন্নত হয়।
২০০৭ সালের নভেম্বর মাসে জর্জিয়ার পরিস্থিতি সংঘাতপূর্ণ হয়ে কবলিত ছিল। সাকাশভিলি নির্দিশ্ট ২০০৮ সালের শরত্কালে নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে এনে ৫ জানুয়ারী অনুষ্ঠানের ঘোষণা দেন। ২০০৭ সালের ২৫ নভেম্বর তিনি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন। ৭ ডিসেম্বর তিনি নির্বাচনে অংশ নেয়ার যোগ্যতা লাভ করেন।
সাকাশভিলি তাঁর নির্বাচনী কর্মসূচীতে ঘোষণা করেন, যদি তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে সবার আগে তিনি জর্জিয়ার দারিদ্র্য ও কর্মসংস্থানের সমস্য সমাধান করবেন। এছাড়াও সামাজিক কল্যাণ বাড়াবেন, নাগরিকদের জীপনযাত্রার মান উন্নয়ন করবেন ও জর্জিয়াকে যথাদ্রুত সম্ভব ন্যাটোয় অনুর্ভূক্ত করার চেষ্টা করবেন।
সাকাশভিলি রুশ, ইংরেজি ও ফরাসী ভাষা পড়তে ও বলতে পারেন। তাঁর দুই ছেলে রয়েছে।
ছাই ইউয়ে
|