চলতি বছর পরিকল্পনা অনুযায়ী, চীনের রেলপথের অবকাঠামো নির্মানে ৩০০ বিলিয়ন রেন মিন পি বরাদ্দ করা হবে, ৪৪০০ কিলোমিটারও বেশী দীর্ঘ রেললাইন নতুন করে বসানো হবে এবং ৩৪০০ কিলোমিটারও বেশী দীর্ঘ ডাবল রেললাইন বসানো হবে। চীনের রেলপথ মন্ত্রী লিও জি জিয়েন ১১ জানুয়ারী পেইচিংএ এ কথা বলেছেন। তিনি ব্যাখ্যা করে বলেন, এ বছর নতুন নির্মান কাজ ধারাবাহিকভাবে শুরু হবে। পেইচিং-সাংহাই এক্মপ্রেস রেলপথের নির্মান কাজ এ বছরে রেলপথ নির্মানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প। বিশ্বের প্রথম শ্রেণীর এক্মপ্রেস রেলপথ নির্মানের মান নিশ্চিত করতে এই রেলপথের নির্মানে বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।
জানা গেছে, ২০০৩ সাল থেকে ২০০৭ সালের মধ্যে চীনের রেলপথ নির্মানে মোট ৫২০ বিলিয়ন রেন মিন পি বিনিয়োগ করা হয়েছে।
|