প্রিয় শ্রোতাবন্ধুরা, সবাই ভালো আছেন? সুদূর পেইচিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। এক সপ্তাহ অপক্ষার পর চাওয়া পাওয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের সঙ্গে আবার মিলিত হচ্ছি। আশা করি, আরো বেশী শ্রোতাবন্ধুরা চিঠি লিখে আপনাদের পছন্দের গানগুলো আমাকে জানাবেন। এইভাবে আমরা বিশ মিনিট সময়ের মধ্যে আরো সুন্দর সুন্দর গান শুনতে পারবো।
বাংলাদেশের ফেণী জেলার দূর্গাপুর গ্রামের মুর্শিদা আক্তার(চম্পা) আমাদের অনুষ্ঠানে কুমার বিশ্বজিত্-এর কন্ঠে একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, বন্ধু, আপনি এখন যে গান শুনছেন তা হচ্ছে "যেখানে সীমান্ত তোমার"নামের কুমার বিশ্বজিত-এর গান। আর কথা বলবো না, পুরো গানটি শুনবো আমরা সবাই।
বাংলাদেশের পাবনা জেলার মো: সুমন হোসেন এবং রাজ আহমেদ আমাদের অনুষ্ঠানে লতা মুঙ্গেশকরের কন্ঠে "প্রেম একবার এসেছিল নীরবে আমার দুয়ার প্রান্তে"গানটি শুনতে আগ্রহী। আচ্ছা, এখন আমার সঙ্গে গানটি শোনা যাক।
বাংলাদেশের জামালপুর জেলার ব্রাইট লাইফ ওয়ার্ল্ড রেডিও ফ্যান ক্লাবের সভাপতি মো: সুরুজ্জামান তরফদার আমাদের অনুষ্ঠানে শিল্পী আব্দুল জব্বারের "বেঈমান বলো বেঈমান"গানটি শুনতে চেয়েছেন। কিন্তু দুঃখিত ভাই, গানটি আমার হাতে নেই। তাহলে আমরা আব্দুল জব্বারের কন্ঠে আরেকটি গান শুনবো। গানের নাম "বিদায় দাও গো বন্ধু"। আশা করি, সবাই পছন্দ করবেন।
বাংলাদেশের জয়পুরহাট জেলার তিলকপুর নতুন বাজারের ওমর ফারুক রিমন তাঁর চিঠিতে লিখেছেন, আমি কুমার শানুর কন্ঠে একটি সুন্দর গান শুনতে চাই। আচ্ছা, কুমার শানুর কন্ঠে অনেক সুন্দর গান রয়েছে। আজ আমি তার মধ্য থেকে একটি সুন্দর গান শোনাচ্ছি। গানের কথা "তুমি এসেছিলে জীবনে"।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ করছি। শোনা জন্য অনেক ধন্যবাদ। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী সপ্তাহে আবার কথা হবে গানে গানে। (লিলি)
|