১১ জানুয়ারী চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসন প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০৭ সালে চীনের বৈদেশিক বাণিজ্যের আমদানী ও রপ্তানি মূল্য ছিল ২.১৭ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং তা প্রথমবারের মতো দুই ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। গত বছরের চেয়ে যা ২০ শতাংশেরও বেশী।
পরিসংখ্যানে আরো দেখা গেছে, গত বছরে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছিল ২৬০ বিলিয়ন মার্কিন ডলার। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং জাপানের সঙ্গে চীনের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রবৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির হার সবচেয়ে বেশি।
জানা গেছে, একটানা ছ'বছর ধরে চীনের বৈদেশিক বাণিজ্যের প্রবৃদ্ধির হার ২০ শতাংশেরও বেশি। (লিলি)
|