চীনের বৈদেশিক মুদ্রা লেনদেন কেন্দ্রের সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে , ১১ জানুয়ারী এক মার্কিন ডলারের বিপরীতে রেনমিনপি'র বিনিময় হার ছিল ৭.২৬৭২ ।
২০০৫ সালের জুলাই মাসে চীনে বিদেশী মুদ্রার পরিবর্তে রেনমিনপি'র বিনিময় হার বিষয়ক ব্যবস্থার সংস্কার চালু হয়েছে । ২০০৮ সাল শুরু হওয়ার পর থেকে এ নিয়ে চতুর্থবারের মতো ডলারের বিপরীতে রেনমিনপি'র দাম বাড়লো ।
জানা গেছে , যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়ার পাশাপাশি মার্কিন ফেডারেল রিজার্ভ বোর্ড সুদের হার আরো কমানোর সিদ্ধান্ত নিতে পারে । পুঁজি বাজারের স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধারে সাহায্য করার জন্য এ মাসে ইউরোপীয় ব্যাংকও ফেডারেল রিজার্ভ বোর্ডের সঙ্গে বাজারে মার্কিন ডলার সরবরাহ করবে ।(থান ইয়াও খাং)
|