v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-11 19:07:55    
চীনে দোকানগুলোতে বিনাপয়সায় পলিথিন ব্যাগ সরবরাহ বন্ধ হবে

cri
    কয়েক দিন আগে চীন সরকার আগামী পয়লা জুন থেকে সকল সুপার মার্কেট , দোকানপাট , খোলা বাজার ও খুচরা দোকানগুলোতে বিনা পয়সায় পলিথিন ব্যাগ সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেছে । এর প্রধান উদ্দেশ্য হল পলিথিন ব্যাগের ব্যবহারের পরিমাণ কমানো এবং জনসাধারণের পরিবেশ রক্ষার চেতনা উন্নত করা । এ সিদ্ধান্ত ঘোষনার পর সমাজের বেশির ভাগ মানুষ তাদের সমর্থন জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে , পলিথিন ব্যাগ সীমিত করা ' সাদা দূষণ ' কমানোর একটি ব্যবস্থামাত্র । সাদা দূষণ কমানোর জন্য আরো বেশি ব্যবস্থা নেয়া উচিত ।

    সংশ্লিষ্ট সংস্থার একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , চীনে প্রতি দিন প্রায়তিন বিলিয়ন বিভিন্ন ধরনের পলিথিন ব্যাগ ব্যবহার করা হয় । প্রতিদিন নাগরিকদের শাকসব্জির ব্যাগ হিসেবে ব্যবহার হয় এক বিলিয়ন পলিথিন ব্যাগ। পলিথিন ব্যাগ ইতোমধ্যে চীনের ' সাদা দূষণের ' প্রধান উত্সে পরিণত হয়েছে । সাদা দূষণ চীনের পরিবেশ সংরক্ষণের একটি বড় বাধা হয়ে দাড়িয়েছে । অনেক ভোক্তা সরকারের এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন । ম্যাডাম ওয়াং বলেন , আমি মনে করি জরুরী ভিত্তিতে এ সমস্যার সমাধান করা উচিত । দিনে রাস্তায় ফেলে দেওয়া পলিথিন ব্যাগগুলো বাতাসে উড়ে গাছে ওঠে , যা দেখতে বিশ্রী লাগে। এ বছর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হচ্ছে , পরিবেশ পরিস্কার- পরিচ্ছন্ন হওয়া উচিত ।

    মিস রেই বলেন , পলিথিন ব্যাগের ব্যবহার কমানোর পর কিছু অসুবিধা তো হবেই , তবে আমরা বিকল্প ব্যাগ ব্যবহার করতে পারি , অভ্যাস হয়ে গেলে খুব বড় অসুবিধা হবে না ।

   মিঃ ছেন বলেন , এ ধরনের সিদ্ধান্ত আরো আগে নেওয়া উচিত ছিল। পরিবেশ দূষণ চীনের একটি বড় সমস্যা ।

    জানা গেছে ,যদিও বেশির ভাগ নাগরিক এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন , তবু কিছু কিছু মানুষ অসন্তোষও প্রকাশ করেছেন । মিস ফান বলেন , অনেকে সন্ধ্যা বেলায় কারখানা বা অফিস থেকে বের হয়ে সোজা সুপারমার্কেটে যান । দোকানে পলিথিন ব্যাগ না দিলে ভোক্তার অনেক বেশি অসুবিধা হবে ।

    চীনের একটি নামকরা ওয়েবসাইটের জরীপ থেকে জানা গেছে , অংশগ্রহণকারী একলাখ লোকের মধ্যে ৫১শতাংশ কাপড়ের ব্যাগ ব্যবহারের কথা বলেছেন , ২২ শতাংশ মানুষ বলেছেন , পয়সা দিয়ে কিনে হলেও তারা অব্যাহতভাবে পলিথিন ব্যাগ ব্যবহার করবেন । কিছু কিছু লোক বলেন , পরিবেশ সংরক্ষণের সব খরচ ভোক্তা কেন বহন করবে । দোকানগুলোকে বিনা পয়সায় ভোক্তাদেরকে কাগজের ব্যাগ দিতে হবে ।

    দোকানগুলো সরকারের এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে । কিছু কিছু দোকান ব্যবস্থা নিতে শুরু করেছে । ইউননান প্রদেশের কুনমিন শহরের কিছু সুপারমার্কেট ভোক্তাদের বিনা পয়সায় পলিথিন ব্যাগ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে । সেসব সুপারমার্কেটে প্রতিটি পলিথিন ব্যাগের জন্য ভোক্তাকে ০.১ ইউয়ান দিতে হবে । সুপারমার্কেটগুলো পলিথিন ব্যাগ বিক্রি থেকে পাওয়া টাকা সাদা দূষণ হ্রাস তহবিলে দেবে । আরেকটি বড় সুপারমার্কেটে কাপড়ের ব্যাগ বিক্রি শুরু হয়েছে , প্রতিটি ব্যাগের দাম তিন ইউয়ান ।

    আমাদের সংবাদদাতা চীনের গণ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ইন্সটিটিউটের প্রফেসর রু মিং চুংয়ের একটি সাক্ষাত্কার নিয়েছেন । সাক্ষাত্কারে প্রফেসর রু বলেন , পলিথিন ব্যাগের ব্যবহার কমানো একটি ভালো ব্যাপার । বিদেশেও একই ব্যবস্থা নেয়া হয়েছে । তবে এটা শুধু সাদা দূষণ কমানোর অন্যতম উপায় । তিনি বলেন , দোকানগুলোর বিনা পয়সায় পলিথিন ব্যাগ সরবরাহের বিরুদ্ধেব্যবস্থা নেয়ার মাধ্যমেসাদা দূষণ সমস্যা সম্পূর্ণভাবে সমাধান করা যাবে না । পলিথিন ব্যাগের বিকল্প কিছু খুঁজে বের করতে হবে এবং খারাপ মানের পলিথিন ব্যাগের উত্পাদন বন্ধ করতে হবে ।