এ বছর চীনের অর্থনীতিতে স্থিতিশীল প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে । চীনের জিডিপি ১০.২ শতাংশে দাঁড়াবে ।
১১ জানুয়ারী চীনের বিজ্ঞান একাডেমী একটি বিবরণীতে এ কথা জানিয়েছে ।
বিবরণীতে বলা হয় , এ বছর চীনের অর্থনীতির একটি ঝুঁকি হয়ে দাঁড়াবে মুদ্রাস্ফীতি । সেজন্য চীন সরকারের সার্বিক নিয়ন্ত্রণ ও জরীপ ব্যবস্থা আরো জোরদার হবে । সরকার অধিবাসীদের ভোগ্য পণ্যের ব্যবহার বাড়ানো এবং পুঁজি বিনিয়োগ ও রফতানির পরিবেশ সংস্কার করার ব্যাপারে আরো বড় ধরণের প্রচেষ্টা চালাবে । (থান ইয়াও খাং)
|