সম্প্রতি পারস্য উপসাগরের হোরমুজ প্রনালীতে ইরানের জাহাজ কর্তৃক মার্কিন নৌবহরকে হুমকি দেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সুইজারল্যান্ডের মাধ্যমে ইরানের বিরুদ্ধে তার অভিযোগ দাখিল করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র টম কেসি ১০ জানুয়ারি এই তথ্য জানান।
কেসি বলেন, মার্কিন সরকার বার বার এই ঘটনা নিয়ে তার খোলামেলা মতামত তুলে ধরেছে। যুক্তরাষ্ট্র ইরানের উস্কানিমূলক আচরণের নিন্দা করে এবং মনে করে ঘটনাটি "স্বাভাবিক" বলে ইরান যে দাবি করেছে তা গ্রহণযোগ্য নয়।
ইরানের সেনাবাহিনীর উপপ্রধান আলি ফাদাভি বলেন, মার্কিন জাহাজকে হুমকি দেওয়ার মনগড়া গল্পটি বুশের মধ্য-প্রাচ্য সফরের ব্যর্থতা ঢাকার একটি অজুহাত মাত্র। তিনি আরো বলেন, হোরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষাবাহিনীর সকল টহল ও তত্পরতা খুবই স্বাভাবিক।
ইরানের জাতীয় টেলিভিশন একই দিন ইরানের প্রতিরক্ষা বাহিনীর দেয়া হোরমুজ প্রণালীতে কি ঘটেছিল তার ওপর ভিডিও প্রচার করেছে। এর মাধ্যমে প্রমাণ করা হয়েছে যে ইরান কোনো হুমকি দেয়নি। (ইয়াং ওয়েই মিং)
|