কেনিয়ার সরকার ও বিরোধী দল কোফি আনানের উদ্যোগে রাজনৈতিক সংকটের সমাধানে রাজি হয়েছে। আফ্রিকা ইউনিয়নের পালাক্রমিক চেয়ারম্যান, ঘানার প্রেসিডেন্ট জন কুফুওর ১০ জানুয়ারি নাইরোবিতে এ তথ্য জানান।
কুফুওর বলেন, কফি আনানের নেতৃত্বাধীন আফ্রিকান বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত একটি প্যানেলের সঙ্গে সহযোগিতা চালিয়ে বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের পদ্ধতি খুঁজে বের করায় একমত হয়েছে কেনিয়ার বিভিন্ন সম্প্রদায়। তিনি বলেন কেনিয়ার প্রেসিডেন্ট মুওয়াই কিবাকি এবং বিরোধী দলীয় জোট "অরেঞ্জ ডেমোক্রেটিক মুভমেন্ট" ও.ডি.এম-এর নেতা রাইলা ওডিঙ্গা একমত হয়েছেন যে, সহিংসতা বন্ধ করে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করা উচিত।
একই দিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র টম কেসি বলেন, আফ্রিকান ইউনিয়ন কেনিয়ার রাজনৈতিক সংকট সমাধানের জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র তাকে স্বাগত জানায়।
কেনিয়ার রাজনৈতিক সংকট সমাধানের জন্য কুফুওর ৮ জানুয়ারি নাইরোবিতে পৌঁছেছেন। ৯ জানুয়ারি তিনি কিবাকি ও ওডিঙ্গার সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেন। বৈঠকের পর কিবাকি বলেন, "সার্বিক ও গঠনমূলক" সংলাপের পর তিনি নতুন সরকার গঠনের কাজ শুরু করবেন। তিনি বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছেন। (ইয়াং ওয়েই মিং)
|