v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-11 15:33:28    
মনমোহন সিংয়ের চীন সফর দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন প্রাণশক্তি যোগাবে

cri
    ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ১৩ থেকে ১৫ জানুয়ারী পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চীন সফর করবেন। সফরের আগে মনমোহন বলেন, চীন সুগভীর সংস্কার চালিয়ে যাচ্ছে। এবারের সফরের মাধ্যমে চীনের নেতা ও জনগণের অর্জিত সাফল্যকে তিনি উপলব্ধি করতে চান এবং দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন প্রাণশক্তি যোগানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

    এবারের এই সফরই হচ্ছে ভারতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মনমোহন সিংয়ের প্রথম চীন সফর। এর পাশাপাশি চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ও প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের ভারত সফরের পর ভারতের শীর্ষ নেতার এই ফিরতি সফর অন্যন্ত গুরুত্বপূর্ণ ।

    এবারের সফরের প্রধান লক্ষ্য সম্পর্কে মনমোহন সিং বলেন, চীন ও ভারতের জনগণ এবং ভবিষ্যত কল্যাণকর দ্বিপক্ষীয় সম্পর্ক বিকাশের জন্য তিনি চীনের নেতাদের সঙ্গে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে খোলামেলা ও আন্তরিকভাবে কথা বলবেন।

    তিনি আরো বলেন, দশ বছর আগে তিনি চীনের শাংহাইয়ে এক সম্মেলনে অংশ নেওয়ার সময় শাংহাইয়ের বিস্ময়কর সংস্কার ও উন্নয়নের গতি ,চীনা শ্রমিকদের কাজের প্রতি নিষ্ঠা ও পদ্ধতি তাঁর মনে গভীরভাবে রেখাপাত করেছিলো। তিনি বলেন, বর্তমানে ভারত ও চীন একই ধরণের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সমস্যা এবং বিজ্ঞান ও প্রযুক্তি, দারিদ্র্য বিমোচন করা ,কৃষি ও সামাজিকসহ বিভিন্ন ক্ষেত্রের অভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে। তিনি বলেন, এবার সফরে চীনের নেতাদের সঙ্গে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার ব্যাপারে আশাবাদী। ভারত আশা করে, চীনের আধুনিকায়নের অভিজ্ঞতা শিক্ষা নিতে পারবে এবং চীনের সঙ্গে ভারতের উন্নয়নের অভিজ্ঞতা ভাগাভাগী করবে। চলতি বছর পেইচিংয়ে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। তিনিও পেইচিংয়ের এই বিশাল আন্তর্জাতিক ইভেন্টের প্রস্তুতি সম্পর্কে জানতে আগ্রহী।

    মনমোহন জোর দিয়ে বলেছেন, গত কয়েক বছরে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং এর অব্যাহত বিকাশ ও সংহত হওয়ার ধারা বজায় রয়েছে। তিনি বলেন, রাজনৈতিক ক্ষেত্রে দু'দেশ শান্তি ও সমৃদ্ধ কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তুলেছে এবং সীমান্ত এলাকার সমস্যা সমাধান সম্পর্কিত চুক্তি স্বাক্ষর করেছে। অর্থনৈতিক ক্ষেত্রে গত বছর দু'দেশের মোট বাণিজ্যের পরিমাণ ৩৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। তাছাড়া পর্যটন,সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দু'পক্ষ কল্যাণকর সহযোগিতাও শুরু করেছে।

    মনমোহন সিং আরো বলেছেন, বিশ্বের দুটি বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে ভারত ও চীনের দ্রুত উন্নয়ন এশিয়া ও বিশ্বের উন্নয়নের জন্য কল্যাণকর। দু'দেশের বিশ্বের ব্যাপক সমস্যা মোকাবেলায় অভিন্ন স্বার্থ রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বহু ক্ষেত্রে ভারত ও চীনের সহযোগিতা জোরদার করা উচিত। যাতে দু'দেশের অর্থনীতির দ্রুত উন্নয়ন বজায় রাখা যায়। ভারত ও চীনের আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্ব পালন করা উচিত, যাতে এশিয়া ও বিশ্বের শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখা এবং উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন স্বার্থ সুরক্ষা করা যায়।

    তিনি আরো বলেন, সম্প্রতি বালি দ্বীপে জলবায়ু পরিবর্তন সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ সুরক্ষা করার বিষয়ে ভারত ও চীন যৌথ প্রচেষ্টা চালিয়েছে। বিশ্বায়ন, আন্তর্জাতিক বাণিজ্য, সন্ত্রাসবাদ, জ্বালানি সম্পদের নিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় দু'দেশের অভিন্ন প্রস্তাব রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, দু'দেশ পূর্ব এশিয় শীর্ষ সম্মেলনসহ বিভিন্ন অঞ্চলের সহযোগিতা ব্যবস্থায় বরাবরই সহযোগিতা দিয়ে আসছে। ভারত ও চীনের এসব বিষয়ে ব্যাপক বিনিময় ও যোগাযোগ করা প্রয়োজন।