২০০৭ সালে চীনের বিমানচলাচল খাতে দ্রুত প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। গতবছর চীনের বিমানে যাত্রীর সংখ্যা ৩৮ কোটি ৫০ লাখ হবে বলে চীনের বেসামরিক বিমানচলাচল বিভাগ ধারণা করছে। যা ২০০৬ সালের তুলনায় ১৬ শতাংশ বেশি।
চীনের বেসামরিক বিমানচলাচল সাধারণ ব্যুরোর উপপরিচালক লি চিয়া সিয়াং ১০ জানুয়ারী পেইচিংয়ে অনুষ্ঠিত নিখিল চীন বিমানচলাচল কর্ম সম্মেলনে বলেন, এ পর্যন্ত, চীনের বেসামরিক বিমান নিরাপদে ৩৭ মাস এবং ৯৯.৩ লাখ ঘন্টা উড়েছে। যা চীনের বেসামরিক বিমানচলাচল ইতিহাসে দীর্ঘতম নিরাপদ উড্ডয়নে রেকর্ড সৃষ্টি করেছে।
২০০৭ সালে চীনের বিমানচলাচলের আর্থিক সাফল্যও ব্যাপক বেড়েছে। গতবছরের প্রথম ১১ মাসে এ খাতে মুনাফার পরিমাণ ১৭ বিলিয়ন ইউয়ান। ২০০৬ সালের তুলনায় যা ৭৪ শতাংশ বেশি।--ওয়াং হাইমান
|