v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-10 19:40:07    
নিংসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের অর্থনীতির উন্নয়ন

cri
নিংসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল উত্তর-পশ্চিম চীনে অবস্থিত। নিংসিয়া হল চীনের অভ্যন্তরে সবচেয়ে ছোট প্রদেশ পর্যায়ের অঞ্চল ও চীনের একমাত্র হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল। আয়তন মাত্র ৬০ বর্গ কিলোমিটার। নিংসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রায় ৬০লাখ মানুষের বসবাস। এরমধ্যে তিন ভাগের এক ভাগ হল হুই জাতির মুসলমান। যদিও লোকসংখ্যা কম ও আয়তনে ছোট, তবুও 'ছোট কিন্তু সমৃদ্ধ, ছোট কিন্তু শক্তিশালী, ছোট কিন্তু সুন্দর' এ হল নিংসিয়া উন্নয়নের লক্ষ্য। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে নিংসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের বিভিন্ন জাতির নাগরিক যৌথ কর্মকান্ড ও উদ্ভাবনকারী নিংসিয়া নির্মাণের কথা বলবো।

প্রাচীনকাল থেকে নিংসিয়া ছিল বহু জাতি ও সংস্কৃতির মিলন কেন্দ্র হিসেবে সুন্দর ও সমৃদ্ধ স্থান। নিংসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওয়াং চেংওয়ে শিশুকাল থেকেই নিংসিয়ায় থাকেন। জন্মস্থান তাঁর চোখে অতি সুন্দর ও পবিত্র। তিনি বলেছেন, 'নিংসিয়া একটি সুন্দর ও পবিত্রতম স্থান। নিংসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল জ্বালানী সম্পদ সমৃদ্ধ। পানি, ভূমি ও সুর্যালোকের সম্পদ ছাড়াও, নিংসিয়ার কয়লা সম্পদ অনেক সমৃদ্ধ। চীনের নিংসিয়ার কয়লা উত্পদনের মাথাপিছু পরিমাণ তৃতীয় স্থানে রয়েছে এবং বিদ্যুত্ উত্পাদনের মাধাপিছু পরিমাণ প্রথম স্থানে রয়েছে। নিংসিয়া একটি সংস্কৃতি সমৃদ্ধ স্থান। এখানে বহু দর্শনীয় স্থান রয়েছে।'

কিন্তু নিংসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল পশ্চিম চীনে অবস্থিত ও আয়তনের দিক থেকে খুবই ছোট। সেজন্য উন্নয়নের অবকাশও কম। নিংসিয়ার অর্থনীতি উন্নয়নের গতি পূর্বাঞ্চলের সঙ্গে এখনো অনেক ব্যবধান রয়েছে। চীন পশ্চিম চীনের মহা-উন্নয়নের শুরুতে নিংসিয়া নিজের বৈশিষ্ট্য অনুযায়ী, 'ছোট কিন্তু সমৃদ্ধ, ছোট কিন্তু শক্তিশালী, ছোট কিন্তু সুন্দর' উন্নয়নের লক্ষ্য প্রণয়ন করে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াং চেংওয়ে মনে করেন, নতুন শিল্প, আধুনিক কৃষি, তথ্যও প্রযুক্তি এবং শহর নির্মাণ হবে নিংসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রধান কাজ। মানুষের প্রতি মর্যাদা প্রদর্শন ও সার্বিকভাবে ধারাবাহিক উন্নয়নের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত উন্নয়নের মনোভাব সারা চীনে ত্বরান্বিতের পাশাপাশি নিংসিয়াও তার শিল্পের কাঠামোকে সমন্বয় করেছে। নিংসিয়ায় চীনের কয়লা উত্পাদনের প্রধান স্থানে পরিনত হয়েছে। এখন নিংসিয়া এশিয়ার বৃহত্তম কয়লা রাসায়নিক শিল্প কেন্দ্র নিংতং রাসায়নিক জ্বালানী সম্পদ শিল্প কেন্দ্র নির্মাণ করছে। এ পরিকল্পনা নিংসিয়ার এক নম্বর পরিকল্পনা বলে পরিচিত এবং পুঁজিবিনিয়োগের পরিমাণ ৩০০ বিলিয়ন ইউয়ান রেনমিনপিরও বেশি।

ওয়াং চেংওয়ে বলেছেন, সুযোগ সুবিধা বৃদ্ধি ও শিল্পের কাঠামো সমন্বয় করা হল এ কেন্দ্র নির্মাণের লক্ষ্য। তিনি আরো বলেছেন, 'চীন সরকারের বিজ্ঞানসম্মত উন্নয়নের মনোভাব গ্রহণের পর নিংসিয়ার অর্থনীতি উন্নয়নের পদ্ধতির পরিবর্তন হল আমাদের বিবেচনার প্রধান সমস্যা। অর্থনৈতিক কাঠামোর কৌশলগত সমন্বয় শুধু জ্বালানী সম্পদ ও সংশ্লিষ্ট প্রাথমিক পণ্যদ্রব্য বিক্রীর মধ্যে সীমাবদূ নেই। আমরা নিংতং রাসায়নিক কেন্দ্র নির্মাণের মধ্য দিয়ে নিংসিয়ার জনগণের জিডিপি আগের চেয়ে চারগুণ করার লক্ষ্য মাত্রা বাস্তবায়ন করতে চাই।'

২০০৩ সাল থেকে নিংতং জ্বালানী সম্পদ রাসায়নিক কেন্দ্র নিংসিয়ার জন্য অনেক দেশী ও বিদেশী শিল্প-প্রতিষ্ঠানকে পুঁজিবিনিয়োগে আকর্ষণ করেছে। যার ফলে নিংসিয়ার বিদ্যুত্ শক্তি ও কয়লা শিল্পের ক্রমাম্বয়ে উন্নতি হচ্ছে। এ কেন্দ্র নির্মাণের সময়সীমা হলো ১৫ বছর। এ কেন্দ্র নির্মাণের পর প্রতি বছর ৭৬ বিলিয়ন ইউয়ান রেনমিনপি পরিমাণের শিল্প উত্পাদনের পরিমাণ বাড়বে। এটি ২০০৬ সালে সারা নিংসিয়ার জিডিপিরও বেয়েও বেশি।

ওয়াং চেংওয়ে বলেছেন, নিংসিয়ায় কেন্দ্রটি নির্মাণের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার বিষয়কেও বিবেচনায় রেখেছে। নিংসিয়া বিশুদ্ধ শিল্প ও কৃষি পণ্য তৈরী শিল্পের উন্নয়নের চেষ্টা করছে। কৃষি ও পশুপালনের ক্ষেত্রে নিংসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল পরিবেশ সুরক্ষার কাজের ওপর বেশি গুরুত্ব দেয়। ওয়াং চেংওয়ে বলেছেন, 'ভবিষ্যতে বিরাট উন্নয়নে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে পরিবেশ সুরক্ষা। আমাদের উচিত হবে কৃষি ক্ষেত্রে, পানি সাশ্রয়ী ও সবজী চাষের উন্নয়ন করা। এটি হল আমাদের একমাত্র লক্ষ্য।'

পাশাপাশি, নিংসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের অবকাঠামো নির্মাণও পুর্ণাংগ করা হচ্ছে এবং কৃষকদের আয় অব্যাহতভাবে বাড়ানো হচ্ছে। ওয়াং চেংওয়ের প্রতিশ্রুতি অনুযায়ী, ভবিষ্যতে প্রতি বছর প্রত্যেক কৃষকের মাথাপিছু আয় ৩হাজার ইউয়ান রেনমিনপি বাড়বে। দারিদ্র্য গ্রামগুলোর শিশুরা কমপক্ষে মধ্য পর্যায়ের শিক্ষা গ্রহণ করতে পারবে। আগামী বছর নিংসিয়ার প্রতিটি গ্রামে ওয়েবসাইট খোলা হবে। ওয়াং চেংওয়ে মনে করেন, নাগরিকরা আরো বেশি স্বার্থ প্রদানের লক্ষ্য হল অর্থনীতি উন্নয়নের একমাত্র লক্ষ্য। তিনি বলেছেন, 'একটি গুরুত্বপূর্ণ সমস্যা হল নাগরিকদের জীপনযাত্রার মান উন্নয়নের সমস্যা। এখন আমাদের অর্থনীতি দ্রুত উন্নত হচ্ছে। নাগরিকরা অর্থনীতি উন্নয়নের সাফল্য উপভোগ করতে পারছে।'

এক পরিসংখ্যান থেকে জানা গেছে, গত কয়েক বছরে নিংসিয়ায় বিদেশী পর্যটকের সংখ্যা প্রতি দুই বছরে আগের চেয়ে দ্বিগুণ হচ্ছে। পর্যটন শিল্প ক্ষেত্রেও নিংসিয়া অর্থনীতির উন্নয়নকে ত্বরান্বিত করার চেষ্টা করে যাছে। নিংসিয়া সফলভাবে দু'বার চীনের মুসলমান খাদ্য ও দৈনদ্দিন ভোগ্য পণ্যের এক আন্তর্জাতিক মেলার আয়োজন করে। এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ১০টিরও বেশি দেশ দু'বার এ মেলায় অংশ নেয় এবং দশ বছর ব্যাপী সহযোগিতার একটি চুক্তি স্বাক্ষর করে। ২০১০ সালে নিংসিয়া হাইওয়ে ১হাজার ১শো কিলোমিটারে দাঁড়াবে। নিংসিয়া চীনের উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্য-পূর্বাঞ্চলের মধ্যে সংযোগ কেন্দ্র পরিনত হবে। এর ফলে উত্তোরোত্তর নিংসিয়ার আরো বেশি উন্নয়ন করা সম্ভব হবে।

আগামী বছর চীনের একমাত্র হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল নিংসিয়ার ৫০তম প্রতিষ্টা বার্ষিকী। নিংসিয়া নিজের সুবিধা দিয়ে অব্যাহতভাবে সংস্কার ও উন্নয়নের মাধ্যমে 'ছোট কিন্তু শক্তিশালী' এ লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে।