চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু ১০ জানুয়ারি পেইচিং-এ এক সংবাদ ব্রিফিং-এ বলেছেন, চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী তাই বিং কুও এবং মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী জন ডি নিগ্রোপন্টে ১৭ ও ১৮ জানুয়ারি পঞ্চম চীন-মার্কিন কৌশলগত সংলাপ আয়োজন করবেন।
২০০৫ সালে দু'দেশের নেতাদের মতৈক্য অনুযায়ী চীন-মার্কিন কৌশলগত সংলাপ ব্যবস্থা চালু হয়। আগের চার বারের ফলপ্রসূ সংলাপের ভিত্তিতে দু'পক্ষ চীন-মার্কিন সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে গভীরভাবে মত বিনিময় করবে। (খোং চিয়া চিয়া)
|