চীন ফিলিপাইনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয় এবং চীন ফিলিপাইনের সঙ্গে দু'দেশের কৌশলগত অংশীদারিত্বের সহযোগিতা নতুন পর্যায়ে উন্নত করতে ইচ্ছুক। ১০ জানুয়ারি ফিলিপাইনের পার্লামেন্টের স্পীকার হোসে দ্য ভেনেসিয়ার সঙ্গে সাক্ষাত্কালে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও এ কথা বলেন।
ওয়েন চিয়া পাও বলেন, বর্তমান চীন-ফিলিপাইন সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন হচ্ছে। দু'দেশের মদ্যে পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়ছে এবং বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হচ্ছে। দু'দেশ এখন কৌশলগত সহযোগিতার জন্য একটি যৌথ পরিকল্পনা তৈরী করছে যাতে দু'দেশের দীর্ঘকালীন সহযোগিতা আরো বাড়ানে যায়।
ভেনেসিয়া বলেন, ফিলিপাইন আশা করে দু'দেশের সহযোগিতা নতুন পর্যায়ে পৌঁছতে পারবে। ফিলিপাইন পার্লামেন্ট দু'দেশের সম্পর্ক উন্নয়নে দায়িত্ব পালন করতে ইচ্ছুক।
একই দিন চীনের বৈদেশিক যোগাযোগ ব্যুরোর পরিচালক ওয়াং চিয়া রুই ভেনেসিয়ার সঙ্গেও বৈঠক করেন। দু'পক্ষ পার্টি পর্যায়ের সহযোগিতা বাড়ানোর ব্যাপার নিয়ে মত বিনিময় করেছে। (ইয়াং ওয়েই মিং)
|