v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-10 15:49:36    
কসোভোর ভবিষ্যত কি?

cri
কসোভো হচ্ছে সাবেক যুগোস্লাভিয়া ফেডারেশনের সার্বিয়া প্রজাতন্ত্রের একটি স্বায়ত্তশাসিত প্রদেশ। এখানকার ৯০ শতাংশ মানুষ আলবেনিয় বংশোদ্ভূত এবং বাকি ১০ শতাংশ হচ্ছে সার্বিয় ও মন্টিনেগ্রোর জাতিভূক্ত। গত শতাব্দীর ৮০-এর দশকের শেষ দিক থেকে কসোভোর আলবেনিয় জাতির মানুষ কসোভোর স্বাধীনতা চেয়ে আসছে। ১৯৯১ সালে তারা 'অবৈধ' 'গণ ভোট' আয়োজনের মাধ্যমে জনসমর্থনের ভিত্তিতে এবং 'কসোভো প্রজাতন্ত্র' প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। ১৯৯২ সালে মে মাসে আবার 'অবৈধভাবে' 'কসোভো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট' এবং ১শ' সদস্যবিশিষ্ট 'কসোভো প্রজাতন্ত্র পার্লামেন্ট' নির্বাচন করে। সে সময় থেকেই কসোভোর দুটি সরকার চালু রয়েছেঃ একটা হচ্ছে সার্বিয় সরকার, অন্যটি আলবেনিয় জাতিভূক্ত মানুষের 'স্বনির্বাচিত' সরকার। ১৯৯৮ সালে আলবেনিয়দের অবৈধ চরমপন্থী সশস্ত্র সংস্থা 'কসোভো মুক্তিবাহিনী' ও যুগোস্লাভিয়া ফেডারেশনের সামরিক পুলিশের সঙ্গে সশস্ত্র সংঘর্ষ তীব্র আকার ধারণ করে।

১৯৯৯ সালের ২৪ মার্চ, জাতিসংঘের অনুমোদন ছাড়াই, ন্যাটো কসোভোর মানবিক সংকট প্রতিরোধের নামে যুগোস্লাভিয়া ফেডারেশনের ওপর ৭৮ দিনব্যাপী বোমার্বষণ করে। একই বছরের ১০ জুন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাজনৈতিক উপায়ে কসোভো সমস্যা সমাধান সংক্রান্ত ১২৪৪ নম্বর প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাব অনুযায়ী, জাতিসংঘের বিশেষ প্রতিনিধিদল কসোভোর প্রশাসন চালাবে এবং ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী নিরাপত্তা নিশ্চিত করবে।

২০০৫ সালের নভেম্বরে কসোভোর ভবিষ্যত অবস্থান সংক্রান্ত আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বিভিন্ন পক্ষের ব্যাপক মতভেদের কারণে আলোচনায় কোনো বাস্তব অগ্রগতি হয় নি। এ বছরের মার্চ মাসে জাতিসংঘের বিশেষ দূত মার্টি আহটিসারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে আন্তর্জাতিক তত্ত্বাবধানে কসোভোর স্বাধীনতা বাস্তবায়ন সংক্রান্ত একটি প্রস্তাব পেশ করে। তবে রাশিয়ার বিরোধিতায় নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবটির ওপর ভোটভুটি হয় নি।

এরপর পরই জাতিসংঘ মহাসচিব বান কি মুন 'যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন এই তিন পক্ষকে নতুন দফা বৈঠক শুরু করার ক্ষমতা দিয়েছেন। জাতিসংঘের বিশেষ দূতের পরিচালনায় এ বছরের আগস্ট থেকে ঐ তিনপক্ষ সার্বিয়া ও কসোভোর আলবেনিয় জাতিভূক্তদের প্রতিনিধিদের সঙ্গে কসোভোর চূড়ান্ত অবস্থানের ব্যাপারে ধারাবাহিক আলোচনা চালিয়ে এসেছে। তবে নভেম্বর মাসের শেষ পর্যন্তও এই আলোচনা থেকে কোনো ফলাফল আসেনি।