৯ জানুয়ারী পেইচিংয়ে চীনা গণ মুক্তি ফৌজের চীফ অব দি জেনারেল স্টাফ চেন বিং তে সফররত নেপালের সেনাবাহিনীর চীফ অব দি জেনারেল স্টাফ রুকমাংগাত কাতওয়ালের সঙ্গে বৈঠক করেছেন। তাইওয়ান ও তিব্বতসহ বিভিন্ন ইস্যুতে নেপাল চীনকে যে দৃঢ় সমর্থন দিয়ে আসছে, চীন তার প্রশংসা করেছে এবং ধন্যাবাদ জানিয়েছে।
চেন বিং তে বলেছেন, চীন ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের জন্য কল্যাণকর। তিনি বলেন, চীনের সেনাবাহিনী নেপালের সঙ্গে অব্যাহত বিনিময় করা, দু'সেনাবাহিনীর সম্পর্ক নতুন পর্যায়ে উন্নত করা, দু'দেশের সার্বিক সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক ত্বরান্বিত করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা যৌথভাবে সুরক্ষা করতে আগ্রহী।
কাতওয়াল বলেছেন, নেপালের সেনাবাহিনী চীনা গণ মুক্তি ফৌজেরসঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে ইচ্ছুক। নেপাল একচীন নীতিকে সমর্থন করে যাবে।(লিলু)
|