|
|
(GMT+08:00)
2008-01-09 19:59:57
|
|
চীনে কোন ফল বেশি পাওয়া যায়?
cri
বগুড়া জেলার শ্রোতা এম মিনহাজ উদ্দিন বিপুল তাঁর চিঠিতে দুটো প্রশ্ন করেছেন, তিনি জিজ্ঞেস করেছেন, চীনের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন কত? চীনে কোন ফল বেশি পাওয়া যায়? এখন প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। আসলের এই প্রশ্নের উত্তর দেওয়া একটু কঠিন। কারণ চীনের বিভন্ন জায়গায় অর্থনৈতিক অবস্থা এক রকন নয়। যেমন চীনের উপকূলীয় অঞ্চলগুলোতে অর্থনীতি অপেক্ষকৃত উন্নত। সেখানে শিক্ষকদের বেতন অন্যান্য জায়গার চাইতে বেশী হতে পারে। চীনের উত্তর-পশ্চিম বিশেষ করে চীনের প্রান্তবর্তী এলাকাগুলোতে অর্থনীতি অনুন্নত বলে শিক্ষকদের বেতন অপেক্ষাকৃত কম। কিন্তু আমার জানা মত পেইচিং ও সাংহাইয়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন হাজার ইউয়ান রে মিন পির মত। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি। চীন একটি বিশাল দেশ। বিভিন্ন জায়গায় বিভিন্ন ফল উত্পাদন করা হয়। যেমন বাংলাদেশে যে সব পাওয়া যায় চীনের গুয়াংডোং ও হাইনান
প্রদেশে সে সব ফলও পাওয়া যায় । কিন্তু উত্তর চীনে আপেল ও পিছ বেশি পাওয়া যায়। সাম্প্রতিক বছরগুলোতে সারা বছরে উত্তর চীনের বাজারে দক্ষিণ চীনের ফুল পাওয়া যায়। এগুলো ফলের মধ্যে বেশির ভাগ দক্ষিণ চীন থেকে আনা হয়, কিন্তু কিছু অংশ গ্রীন হাইসে উত্পাদন করা হয়েছে। এখানে উল্লেখ করতে হবে যে, দরমুজ চীনের যে কোন জায়গায় চাষ করা হয়।
বাংলাদেশের সেরসুর জেলার শ্রোতা তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনে কত পাহাড় আছে ? বিখ্যাত পাহাড়হুলোর নাম? উত্তরে বলছি, চীনের মোট স্থলভাগের দুই-তৃতীয়াংশের বেশী পাহাড়পর্বত। দিক-বিস্তার অনুযাযী পর্বতশ্রেণীগুলোকে তিনভাগ ভাগ করা যায়: পূব-থেকে-পশ্চিমে বিস্তৃত পর্বশ্রেণী, উত্তরপূব-থেকে দক্ষিণপশ্চিমে বিস্তৃত পর্বতশ্রেণী, এবং উত্তর-থেকে-দক্ষিণে বিস্তৃত পর্বতশ্রেণী। পূব-থেকে-পশ্চিমে বিস্তৃত পর্বতশ্রেণীগুলো প্রধানত চীনের পশ্চিম অংশে অবস্থিত, এগুলোর মধ্যে আছে: আলতাই পর্বতমালা, থিয়ানশান পর্বতমালা, খুনলুন পর্বতমালা, কারাকোয়াম পর্বতমালা, গাংডিসে পর্বতমালা, হিমালয় পর্বতমালা, ছিনলিং পর্বতমালা এবং নানলিং পর্বতমালা। চীনে অনেক বিখ্যাত পাহাড় আছে। তবে সবচেয়ে নাম-করা কয়েকটি পাহাড় হল, আনহু্ই প্রদেশে অবস্থিত হুওয়াংসেন পাহাড়, শানডোং প্রদেশে অবস্থিত থাইসেন পাহাড়, হোনান প্রদেশে অবস্থিত সনসেন পাহাড়।
নরসিংদি জেলার শ্রোতা সমন মিয়া তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনের বিখ্যাত যাদুঘরের নাম কি ? উত্তরে বলছি, পেইচিংএর রাজকীয় প্রাসাদ যাদুঘর চীনের বৃহত্তম যাদুঘর। এ যাদুঘরে ইউয়ান ,মিং আর ছিং রাজবংশের রত্ন জিনিস সংরক্ষিণ রাখা হয়। প্রত্যেক হাজার হাজার দেশী-বিদেশী পযর্টক এ যাদুঘরে দেখতে যান। তা ছাড়া, সাংহাই যাদুঘরও চীনের আরেকটি বিখ্যাত যাদুঘর।
বগুড়া জেলার শ্রোতা এম মিনহাজ উদ্দিন বিপুল তাঁর চিঠিতে দুটো প্রশ্ন করেছেন, তিনি জিজ্ঞেস করেছেন, চীনের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন কত? চীনে কোন ফল বেশি পাওয়া যায়? এখন প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। আসলের এই প্রশ্নের উত্তর দেওয়া একটু কঠিন। কারণ চীনের বিভন্ন জায়গায় অর্থনৈতিক অবস্থা এক রকন নয়। যেমন চীনের উপকূলীয় অঞ্চলগুলোতে অর্থনীতি অপেক্ষকৃত উন্নত। সেখানে শিক্ষকদের বেতন অন্যান্য জায়গার চাইতে বেশী হতে পারে। চীনের উত্তর-পশ্চিম বিশেষ করে চীনের প্রান্তবর্তী এলাকাগুলোতে অর্থনীতি অনুন্নত বলে শিক্ষকদের বেতন অপেক্ষাকৃত কম। কিন্তু আমার জানা মত পেইচিং ও সাংহাইয়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন হাজার ইউয়ান রে মিন পির মত। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি। চীন একটি বিশাল দেশ। বিভিন্ন জায়গায় বিভিন্ন ফল উত্পাদন করা হয়। যেমন বাংলাদেশে যে সব পাওয়া যায় চীনের গুয়াংডোং ও হাইনান
প্রদেশে সে সব ফলও পাওয়া যায় । কিন্তু উত্তর চীনে আপেল ও পিছ বেশি পাওয়া যায়। সাম্প্রতিক বছরগুলোতে সারা বছরে উত্তর চীনের বাজারে দক্ষিণ চীনের ফুল পাওয়া যায়। এগুলো ফলের মধ্যে বেশির ভাগ দক্ষিণ চীন থেকে আনা হয়, কিন্তু কিছু অংশ গ্রীন হাইসে উত্পাদন করা হয়েছে। এখানে উল্লেখ করতে হবে যে, দরমুজ চীনের যে কোন জায়গায় চাষ করা হয়।
|
|
|